https://enews71.com/storage/ads/01JQ1TK8B83CTTQWN3SJNRKSQ9.gif

ঈদ উপলক্ষে দৌলতদিয়া ফেরি ও লঞ্চঘাট পরিদর্শনে জেলা প্রশাসক

শেয়ার করুনঃ
ঈদ উপলক্ষে দৌলতদিয়া ফেরি ও লঞ্চঘাট পরিদর্শনে জেলা প্রশাসক

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার অন্যতম প্রবেশদ্বার রাজবাড়ীর দৌলতদিয়া লঞ্চঘাট ও ফেরি ঘাট পরিদর্শন করেছেন রাজবাড়ী জেলা প্রশাসক ডিসি মিজ সুলতানা আক্তার।

মঙ্গলবার (২৫ মার্চ) দুপুর ২টার দিকে আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি সার্ভিস, নৌপথে লঞ্চসহ অন্যান্য জলযান সুষ্ঠুভাবে চলাচল নিশ্চিতকল্পে ঘাটের সুষ্ঠু ব্যবস্থাপনা ও যাত্রী সাধারনের যাতায়াত নির্বিঘ্ন করার লক্ষ্যে জেলা প্রশাসক লঞ্চ ও ফেরি ঘাট এলাকা ঘুরে দেখেন এবং সার্বিক অবস্থা পর্যবেক্ষণ করেন।

পরিদর্শনকালে তার সঙ্গে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (এডিএম) উছেন মে, গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. নাহিদুর রহমান, গোয়ালন্দ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আসাদুজ্জামান, গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলাম,

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট শাখার সহকারী মহাব্যবস্থাপক মোহাম্মদ সালাহউদ্দিন।

https://enews71.com/storage/ads/01JQ1TK8B83CTTQWN3SJNRKSQ9.gif
পরিদর্শনকালে জেলা প্রশাসক ডিসি মিজ সুলতানা আক্তার দৌলতদিয়া ফেরি ও লঞ্চঘাটের বিভিন্ন দিক ঘুরে দেখেন এবং যাত্রীদের সেবার মান উন্নয়নে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন। এছাড়া, যাত্রীদের দুর্ভোগ লাঘবে ঘাট এলাকার শৃঙ্খলা রক্ষার বিষয়ে সংশ্লিষ্টদের দিকনির্দেশনা দেন।

এসময় তিনি ঘাটে চলাচলকারী যানবাহনের সংখ্যা, যাত্রী সেবা, টিকিট ব্যবস্থাপনা ও নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। ঘাট এলাকার অব্যবস্থাপনা বা কোনো সমস্যা থাকলে তা দ্রুত সমাধানের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলেন।

পরিদর্শনের সময় জেলা প্রশাসক সাধারণ যাত্রী ও স্থানীয় ব্যবসায়ীদের সঙ্গেও কথা বলেন এবং তাদের সমস্যার কথা শোনেন। তিনি আশ্বস্ত করেন যে, প্রশাসন যাত্রীদের সুবিধার্থে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করবে।

পরিদর্শন শেষে জেলা প্রশাসক সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে একটি সংক্ষিপ্ত বৈঠক করেন এবং ঘাটের সার্বিক ব্যবস্থাপনা আরও উন্নত করার জন্য পরামর্শ প্রদান করেন।

https://enews71.com/storage/ads/01JQ1TK8B83CTTQWN3SJNRKSQ9.gif

এ সম্পর্কিত আরও পড়ুন

ভূরুঙ্গামারীতে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

ভূরুঙ্গামারীতে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে কৃষি প্রণোদনা কর্মসূচীর আওতায় উচ্চ ফলনশীল আউশ ধানের চাষ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের বিনামূল্যে বীজ ও সার প্রদান করা হয়েছে। বুধবার দুপুরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে কৃষক প্রশিক্ষণ হলরুমে এসব বিতরণ করা হয়। উপজেলার দশ ইউনিয়নের ৪০০ জন কৃষককে এসব উপকরণ দেয়া হয়। প্রত্যেক কৃষক ৫ কেজি করে উচ্চ ফলনশীল ধান বীজ এবং ১০

হবিগঞ্জে কৃষকের জমিতে বিষাক্ত স্প্রে, সোনালী স্বপ্ন ম্লান

হবিগঞ্জে কৃষকের জমিতে বিষাক্ত স্প্রে, সোনালী স্বপ্ন ম্লান

হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলার জলসুখা ইউনিয়নের লাম্বাদড়াল হাওর এলাকায় দুই বর্গাচাষি কৃষকের প্রায় ৯৮০ শতাংশ (৩৫ খের) জমির বোরো ধান বিষাক্ত কীটনাশক স্প্রে করে নষ্ট করা হয়েছে। এতে কৃষক মো. রুবেল মিয়া ও আমজদ আলীর স্বপ্ন ভেঙে গেছে। কৃষকরা জানিয়েছেন, তারা এই জমিতে বর্গা নিয়ে ধান চাষ করেছিলেন এবং এতে প্রায় পাঁচ লাখ টাকা খরচ হয়েছিল। তবে দুর্বৃত্তদের এই আক্রমণ তাদের

হাইওয়েতে থ্রি-হুইলার চলাচল নিয়ন্ত্রণের নির্দেশ দিলেন অতিরিক্ত আইজি

হাইওয়েতে থ্রি-হুইলার চলাচল নিয়ন্ত্রণের নির্দেশ দিলেন অতিরিক্ত আইজি

হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজি দেলোয়ার হোসেন মিয়া বুধবার (২৬ মার্চ) দুপুরে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা ত্রীমুড়ে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ঈদযাত্রা পরিদর্শন করেন। এসময় তিনি যাত্রীদের নিরাপত্তা ও সড়ক শৃঙ্খলা রক্ষায় বেশ কিছু গুরুত্বপূর্ণ নির্দেশনা দেন। তিনি খোলা ট্রাক এবং বাসের ছাদে যাত্রীদের যাতায়াত থেকে নিরুৎসাহিত করেছেন এবং চালকদের ক্লান্ত অবস্থায় গাড়ি চালানো, অপ্রয়োজনীয় ওভারটেকিং এবং দ্রুতগতিতে গাড়ি চালানো থেকে বিরত থাকার

গোয়ালন্দে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান

গোয়ালন্দে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান

রাজবাড়ীর গোয়ালন্দে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৫  উদযাপন উপলক্ষে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। বুধবার (২৬ মার্চ) উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা অডিটোরিয়ামে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।  অনুষ্ঠানে জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধা, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা ১২৮ পরিবারের সদস্যদের সংবর্ধনা দেওয়া হয়। প্রতিবছরের ন্যায় এবারো বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের জন্য খাবার ও উপহারের ব্যবস্থা করেন

ভূরুঙ্গামারীতে মেধা যাচাই পরীক্ষা ও উচ্চ শিক্ষা বিষয়ক সেমিনার

ভূরুঙ্গামারীতে মেধা যাচাই পরীক্ষা ও উচ্চ শিক্ষা বিষয়ক সেমিনার

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে মেধা যাচাই পরীক্ষা ও উচ্চশিক্ষা বিষয়ক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে ভূরুঙ্গামারী সরকারি কলেজ হলরুমে এ সেমিনার অনুষ্ঠিত হয়।  উপজেলার বিভিন্ন কলেজের একাদশ ও দ্বাদশ শ্রেণির দুই শতাধিক শিক্ষার্থী এতে অংশগ্রহণ করে। স্বেচ্ছাসেবী সংগঠন মোটিভেট ভূরুঙ্গামারী এ সেমিনারের আয়োজন করে। অভিভাবকরা সেমিনারটিকে শিক্ষার্থীদের মেধা বিকাশের অনন্য উদ্যোগ হিসেবে বিবেচনা করছেন। শিক্ষার্থীদের মেধা যাচাই পরীক্ষার পর অনুষ্ঠিত উচ্চ শিক্ষা বিষয়ক