প্রকাশ: ২৬ মার্চ ২০২৫, ১৯:৩৪
হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজি দেলোয়ার হোসেন মিয়া বুধবার (২৬ মার্চ) দুপুরে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা ত্রীমুড়ে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ঈদযাত্রা পরিদর্শন করেন। এসময় তিনি যাত্রীদের নিরাপত্তা ও সড়ক শৃঙ্খলা রক্ষায় বেশ কিছু গুরুত্বপূর্ণ নির্দেশনা দেন। তিনি খোলা ট্রাক এবং বাসের ছাদে যাত্রীদের যাতায়াত থেকে নিরুৎসাহিত করেছেন এবং চালকদের ক্লান্ত অবস্থায় গাড়ি চালানো, অপ্রয়োজনীয় ওভারটেকিং এবং দ্রুতগতিতে গাড়ি চালানো থেকে বিরত থাকার পরামর্শ দেন।