প্রকাশ: ২৫ মার্চ ২০২৫, ১৫:১১
দিনাজপুরের হাকিমপুর (হিলি) উপজেলায় যথাযোগ্য মর্যাদায় ২৫ মার্চ গণহত্যা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
মঙ্গলবার (২৫ মার্চ) সকাল সাড়ে এগারোটায় হাকিমপুর উপজেলা পরিষদ সভাকক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিত্ব, সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অমিত রায়ের সভাপতিত্বে আয়োজিত সভায় উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. শাফিউল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি মো. ফেরদৌস রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা মোছা. আরজেনা বেগম, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. শামসুল আলম, হিলি প্রেসক্লাবের সভাপতি মো. গোলাম রব্বানী, ইসলামিক ফাউন্ডেশনের সুপারভাইজার, সমাজসেবা কর্মকর্তা মো. মাসুদ রানা, পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. গোলাম রব্বানী, আইসিটি কর্মকর্তা জান্নাতুন ফেরদৌসী ও একাডেমিক সুপারভাইজার সাখাওয়াত হোসেন।
আলোচনায় বক্তারা ১৯৭১ সালের ২৫ মার্চ রাতে পাকিস্তানি বাহিনীর চালানো ভয়াবহ গণহত্যার কথা তুলে ধরেন। তারা বলেন, এ রাতে নিরীহ বাঙালিদের ওপর হামলা চালিয়ে নির্বিচারে হত্যা করা হয়েছিল, যা ইতিহাসের এক ভয়াল অধ্যায়।
বক্তারা শহীদদের আত্মত্যাগের কথা স্মরণ করে বলেন, তাদের রক্তের বিনিময়ে বাংলাদেশ স্বাধীন হয়েছে। বক্তারা শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে তাঁদের প্রতি গভীর শ্রদ্ধা জানান।
আলোচনা সভায় মুক্তিযুদ্ধের চেতনা তরুণ প্রজন্মের মধ্যে ছড়িয়ে দিতে শিক্ষাপ্রতিষ্ঠানে গণহত্যা দিবসের গুরুত্ব তুলে ধরার আহ্বান জানানো হয়।
অনুষ্ঠান শেষে শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয় এবং তাঁদের আত্মার শান্তি কামনায় বিশেষ দোয়া করা হয়।