প্রকাশ: ১৬ ফেব্রুয়ারি ২০২৫, ১:৩২
জামালপুরে জেলা বিএনপির ১৭ বছরের মেয়াদ উত্তীর্ণ কমিটি বাতিলের দাবিতে বিএনপি ও এর অঙ্গ সংগঠনগুলোর তৃণমূল নেতৃবৃন্দ বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে।
আজ বিকালে শহরের বকুলতলা চত্বর থেকে এক বিশাল মিছিল বের হয়ে দয়াময়ী চত্বরে গিয়ে শেষ হয়।
সমাবেশে বক্তব্য রাখেন শহর বিএনপির সহ-সভাপতি মোশারফ হোসেন, যুবদল নেতা বিষ্ণু চন্দ মন্ডল, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি মাহাবুবর রহমান জ্বিলানী, এবং জেলা ছাত্রদলের সহ-সভাপতি সাহাদত হোসেন সাগর।
বক্তারা বলেন,জামালপুর জেলা বিএনপির কমিটি গত ১৭ বছর ধরে মেয়াদ উত্তীর্ণ। এর ফলে বিএনপির কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালিত হচ্ছে না, এবং এই পুরানো কমিটি বাতিল করে নতুন কমিটি গঠনের দাবি জানানো হয় ।
বক্তারা আরো বলেন তাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশ অনুযায়ী নতুন কমিটি গঠন করা উচিত, যাতে দলের কার্যক্রম আরও সক্রিয় এবং সুষ্ঠুভাবে পরিচালিত হতে পারে।