প্রকাশ: ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ০:৩৮
দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক আবুল বাশার সবুজ (৪৫) এবং ভাদুরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাবুল আহসানুল কবির শামিম (৫০) কে গ্রেপ্তার করেছে নবাবগঞ্জ থানা পুলিশ।
বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে নিজ বাড়ি থেকে ইউপি চেয়ারম্যান শামিমকে গ্রেপ্তার করা হয়। একই সময় উপজেলার দাউদপুর এলাকা থেকে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক আবুল বাশার সবুজকে আটক করা হয়। নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আ. মতিন বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা যায়, সম্প্রতি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ছাত্র-জনতার ওপর হামলার অভিযোগে তাদের বিরুদ্ধে বিস্ফোরক আইনে মামলা করা হয়। মামলার ভিত্তিতে পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করে।
নবাবগঞ্জ থানার ওসি মো. আ. মতিন বলেন, "গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে। যথাসময়ে বিজ্ঞ আদালতে পাঠানো হবে।"