প্রকাশ: ১১ জানুয়ারি ২০২৫, ২৩:৩৮
টাঙ্গাইলের গোপালপুর পৌর শহরের চন্দ্রবাড়ীতে স্বেচ্ছাসেবী সংগঠন অনুবন্ধ সমাজসেবা সংস্থার উদ্যোগে ৩০০ শীতার্ত মানুষের মাঝে উলের চাদর বিতরণ করা হয়েছে। নিশিতা ফ্যাশনের ম্যানেজিং ডিরেক্টর জমশেদ আলী এই শীতবস্ত্র বিতরণে সহায়তা করেন।
শনিবার সকালে চন্দ্রবাড়ী এলাকায় আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ও বিএনপি নেতা মো. শাজাহান আলী (ভিপি)। উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি খন্দকার জাহাঙ্গীর আলম রুবেল, সাধারণ সম্পাদক কাজী লিয়াকত, প্রভাষক কেএম মো. শামীম হোসেন এবং ব্যবসায়ী মো. আলী আকবর।
অনুষ্ঠানে শীতার্তরা চাদর পেয়ে আনন্দ প্রকাশ করেন এবং দাতাদের প্রতি কৃতজ্ঞতা জানান। অনুষ্ঠান শেষে আয়োজকরা জানান, শীতার্ত মানুষের পাশে দাঁড়াতে তারা ভবিষ্যতেও এমন কার্যক্রম চালিয়ে যাবেন।