
প্রকাশ: ৯ জানুয়ারি ২০২৫, ০:৩

নওগাঁয় বিএডিসির বীজ ও সার ডিলার এসোসিয়েশনের বৈধ কমিটি থাকা সত্ত্বেও একটি পক্ষ অবৈধভাবে আংশিক কমিটি ঘোষণা করেছে। এ ঘটনায় সংগঠনের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। বৃহস্পতিবার বিকেলে নওগাঁ শহরের একটি রেস্টুরেন্টে সংবাদ সম্মেলন করে বৈধ কমিটি এ ঘটনার প্রতিবাদ জানায়।
সংবাদ সম্মেলনে সংগঠনের সাধারণ সম্পাদক হুদা রেজাউন্নবী জানান, গত বছরের ৩০ নভেম্বর বৈধভাবে ২৫ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়। এতে রফিকুল ইসলাম সভাপতি এবং তিনি সাধারণ সম্পাদক নির্বাচিত হন। কমিটির কার্যক্রমও নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে। কিন্তু গত ৭ জানুয়ারি একটি পক্ষ লিটন কুমার দাসকে সভাপতি ও সম্রাট হোসেনকে সাধারণ সম্পাদক করে আংশিক কমিটি ঘোষণা করে।

সংগঠনের পক্ষ থেকে এই ঘটনাকে স্বেচ্ছাচারী এবং সংগঠনের ঐক্যে আঘাত হিসেবে উল্লেখ করা হয়। বৈধ কমিটির পক্ষ থেকে নবাগত কমিটিতে কোনো প্রভাব না ফেলার আহ্বান জানানো হয়েছে এবং কর্তৃপক্ষের কাছে বৈধ কমিটির স্বীকৃতি ও কো-অপ্ট সদস্য হিসেবে পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন চাওয়া হয়েছে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সভাপতি রফিকুল ইসলাম, সহসভাপতি জাকারিয়া মন্ডল, বেলাল হোসেন, আব্দুল হামিদ, যুগ্ম সাধারণ সম্পাদক মাইনুল ইসলাম, সহ সাধারণ সম্পাদক ইমদাদুল হক এবং সাংগঠনিক সম্পাদক সবুজ আলীসহ অন্যান্য নেতৃবৃন্দ।
