প্রকাশ: ৩০ ডিসেম্বর ২০২৪, ২২:৫৫
দিনাজপুরের হাকিমপুর উপজেলার আলিহাট ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান নিলুফা ইয়াসমিনের অপসারণের দাবিতে এলাকাবাসী মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে। সোমবার সকাল ১১টায় আলিহাট ইউনিয়ন পরিষদের সামনে এ কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনে এলাকার শতাধিক নারী-পুরুষ অংশ নেন। পরে সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
জানা যায়, নিলুফা ইয়াসমিন আলিহাট ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান এবং ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের মহিলা বিষয়ক সম্পাদিকা হিসেবে দায়িত্ব পালন করছেন। তবে তার বিরুদ্ধে দীর্ঘদিন ধরে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ করে আসছেন এলাকাবাসী।
গত ৫ আগস্ট ইউপি চেয়ারম্যান আবু সুফিয়ান পলাতক হলে পরিষদের কার্যক্রম সুষ্ঠুভাবে চালানোর জন্য জেলা প্রশাসকের নির্দেশে ২ নম্বর প্যানেল চেয়ারম্যান আল-ইমরানকে দায়িত্ব দেওয়া হয়। কিন্তু এ সিদ্ধান্তের বিরুদ্ধে আদালতে যান নিলুফা ইয়াসমিন। আদালতের রায় তার পক্ষে গেলে তিনি পুনরায় দায়িত্ব গ্রহণ করেন।
অভিযোগ রয়েছে, নিলুফা ইয়াসমিন ইউপি সদস্য থাকাকালীন সময়ে দুর্নীতির কারণে দুইবার সাসপেন্ড হয়েছিলেন। এর পরও তাকে পুনরায় দায়িত্ব দেওয়া এলাকাবাসীর মধ্যে ক্ষোভের সঞ্চার করেছে।
মানববন্ধনে বক্তব্য রাখেন বাবুল হোসেন, বুলু মিয়া, রুহুল আমিন এবং আমেনা বেগম। তারা বলেন, "ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসর নিলুফা ইয়াসমিনকে আর দেখতে চাই না। তিনি পরিষদের কাজের নামে বিভিন্ন দুর্নীতি করেছেন। আমরা তার অপসারণ দাবি করছি এবং তাকে পরিষদে প্রবেশ করতে দেব না।"
তারা আরও বলেন, "আমরা চাই আল-ইমরান প্যানেল চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করুন। নিলুফার বিরুদ্ধে দুর্নীতির প্রমাণ থাকা সত্ত্বেও তাকে দায়িত্বে রাখা অন্যায়।"
এলাকার সাধারণ মানুষও এ দাবির প্রতি সমর্থন জানিয়েছেন। তারা আশা করছেন, প্রশাসন তাদের দাবির প্রতি সাড়া দেবে এবং বিষয়টি দ্রুত সমাধান করবে।