প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২৫, ১৯:২৫
টেকনাফের বিভিন্ন উপকূলীয় সীমান্ত পয়েন্ট থেকে ত্রি-দেশীয় নেটওয়ার্কের মাধ্যমে মানবপাচার চক্র সক্রিয় রয়েছে। বাংলাদেশ, মিয়ানমার ও মালয়েশিয়ায় অবস্থানরত এই চক্রটি রোহিঙ্গা ও মধ্যবিত্তদের বিভিন্ন প্রলোভন দেখিয়ে ফাঁদে ফেলে পাচার করছে। প্রলোভনের মধ্যে রয়েছে উচ্চ বেতনের চাকরি, সুবিধাজনক কর্মসংস্থান, দ্রুত ধনী হওয়ার স্বপ্ন, অল্প খরচে বিদেশ যাত্রা এবং পরে কর্মস্থলে কাজের মাধ্যমে খরচ পরিশোধের সুযোগ। অনেক পরিবার তাদের খপ্পরে পড়ে নিঃস্ব হয়েছে, কেউ কেউ সাগরপথে যাত্রা করে মৃত্যু পর্যন্ত হয়েছে।