প্রকাশ: ৩০ ডিসেম্বর ২০২৪, ২২:২২
সিলেট মহানগরীর ২০, ২১, ও ২৪ নং ওয়ার্ড আল ইসলাহ শাখার কাউন্সিল-২০২৪ গত ২৭ ডিসেম্বর সিলেট শহরের শিবগঞ্জ কাজী অফিসে অনুষ্ঠিত হয়েছে। এবারের কাউন্সিল ছিল প্রাণবন্ত এবং গুরুত্বপূর্ণ, যেখানে নতুন নেতৃত্ব নির্বাচনের মাধ্যমে সংগঠনের আগামী দিনের পথচলা নির্ধারিত হলো।
সিলেট মহানগর আল ইসলাহ’র সহ সাধারণ সম্পাদক মাওলানা জইন উদ্দিন কাউন্সিলের প্রধান নির্বাচন কমিশনার হিসেবে উপস্থিত ছিলেন। শুরুতে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন হাফিজ অলিউর রহমান।
২০ নং ওয়ার্ডের কাউন্সিল অধিবেশনটি সভাপতিত্ব করেন কমান্ডার কুতুব উদ্দিন আহমদ এবং সঞ্চালনা করেন ২১ নং ওয়ার্ডের সভাপতি কাজী জয়নুল ইসলাম মুনিম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট মহানগর আল ইসলাহ’র সাংগঠনিক সম্পাদক হাফিজ মাওলানা জিয়াউল ইসলাম মুহিত।
নতুন নেতৃত্ব নির্বাচনের জন্য কণ্ঠভোটের মাধ্যমে ২০ নং ওয়ার্ডের সভাপতি হিসেবে নির্বাচিত হন কাজী মাওলানা জয়নাল আবেদীন, সাধারণ সম্পাদক হিসেবে মো. রফিকুজ্জামান সোহেল এবং সাংগঠনিক সম্পাদক পদে মো. ধন মিয়া। ২১ নং ওয়ার্ডে পুনরায় সভাপতি হিসেবে নির্বাচিত হন কাজী জয়নুল ইসলাম মুনিম, সাধারণ সম্পাদক পদে মাওলানা কামরুল ইসলাম চৌধুরী এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে হাফিজ অলিউর রহমান।
এছাড়া, ২৪ নং ওয়ার্ডের সভাপতি পদে পুনরায় মাওলানা আব্দুল আজিজ নির্বাচিত হন, সাধারণ সম্পাদক হিসেবে হাফিজ মাছুম আহমদ দুধরচকী এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে গুলজার আহমদ মনোনীত হন।
নবনির্বাচিত নেতাদেরকে নির্দেশনা দেয়া হয় যেন তারা শিগগিরই পূর্ণাঙ্গ কমিটি গঠন করেন এবং সংগঠনের কার্যক্রম আরও শক্তিশালী ও কার্যকরী করেন।
এদিনের কাউন্সিলে উপস্থিত ছিলেন কমান্ডার কুতুব উদ্দিন আহমদ, শামসুল হক, মাহমুদ হোসেন মামুন, গুলজার আহমদ, ফয়সাল আহমদসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।
কাউন্সিলের পর মিলাদ ও মোনাজাতের মাধ্যমে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।