প্রকাশ: ৬ ডিসেম্বর ২০২৪, ২১:৪১
দীর্ঘ ১৯ বছর পর কুমিল্লায় কর্মী সম্মেলন আয়োজন করল বাংলাদেশ জামায়াতে ইসলামী। শুক্রবার (৬ ডিসেম্বর) কুমিল্লা টাউন হল মাঠে আয়োজিত এই সম্মেলনে প্রধান অতিথি ছিলেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান।
সম্মেলনে ডা. শফিকুর রহমান বলেন, “দেশের মানুষ শোষণমুক্ত একটি সমাজ চায়। আমরা ত্যাগ স্বীকার করতে প্রস্তুত। দেশের প্রতিটি হত্যাকাণ্ডের বিচার আইনের মাধ্যমে নিশ্চিত করতে হবে। একটি বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তুলতে হলে সন্ত্রাস ও দুর্নীতি মুক্ত নেতৃত্ব প্রয়োজন। স্বচ্ছ নির্বাচনের মাধ্যমে এই পরিবর্তন আনতে হবে।”
তিনি আরও বলেন, “কুমিল্লাবাসীকে তাদের ন্যায্য দাবি থেকে বঞ্চিত করা হয়েছে। আমরা কুমিল্লা বিভাগ ও বিমানবন্দর বাস্তবায়ন দেখতে চাই।”
জামায়াত আমির ভারতের কিছু মিডিয়ার অপপ্রচার সম্পর্কে মন্তব্য করে বলেন, “আমরা প্রতিবেশী দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করি না। কিন্তু তাদের মিথ্যা প্রচারণা বাংলাদেশের মানুষ মেনে নেবে না। আমাদের হিন্দু সম্প্রদায়ের ভাইয়েরা এর প্রতিবাদ করে দেখিয়েছেন যে, বাংলাদেশ সবার দেশ।”
সম্মেলনে উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, “নেতৃত্ব দেওয়ার মানসিকতা পরিবর্তন করতে হবে। ক্ষমতা দখল করে মানুষকে শোষণ করার দিন শেষ। যারা দেশের জন্য রক্ত দিয়েছেন, তাদের ঋণ শোধ করাই আমাদের লক্ষ্য।”
টাউন হল মাঠে অনুষ্ঠিত সম্মেলনটি নেতাকর্মীদের উপস্থিতিতে জনসমুদ্রে পরিণত হয়। শহরের কান্দিরপাড়, টমছম ব্রিজ রোডসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে কর্মীদের স্লোগানে মুখরিত হয়ে ওঠে। নারী কর্মীদের জন্য পৃথকভাবে কেন্দ্রীয় ঈদগাহ মাঠে প্যান্ডেলের ব্যবস্থা করা হয়।
সম্মেলনে সভাপতিত্ব করেন কুমিল্লা মহানগরের আমির কাজী দীন মোহাম্মদ। প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের। উপস্থিত ছিলেন সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এ টি এম মাসুম, মাওলানা আব্দুল হালিম এবং আরও অনেকে।
কর্মী সম্মেলনকে কেন্দ্র করে শহরে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। জামায়াতের এই আয়োজন দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন বার্তা দিয়েছে বলে মনে করছেন পর্যবেক্ষকরা।