প্রকাশ: ৫ ডিসেম্বর ২০২৪, ২২:৪৭
নোয়াখালীর হাতিয়া উপজেলার মেঘনা নদীতে জোয়ারের পানিতে ভেসে আসা বিশালাকৃতির একটি তিমি উদ্ধার করে নদীতে অবমুক্ত করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে কাঠালিয়া এলাকায় কোস্টগার্ড ও স্থানীয় জেলেদের যৌথ প্রচেষ্টায় এটি নদীতে ফেরত পাঠানো হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার রাতে জোয়ারের পানিতে তিমিটি চর আতাউরের ডুবোচরে এসে আটকা পড়ে। বৃহস্পতিবার সকালে স্থানীয় জেলেরা কাদা পানিতে তিমিটি দেখতে পান। প্রায় ৫০ মণ ওজনের এই তিমি দেখতে দ্রুত লোকজন ভিড় জমায়।
খবর পেয়ে কোস্টগার্ড দক্ষিণ জোনের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছায়। জেলেদের সহযোগিতায় তারা তিমিটিকে উদ্ধার করে নদীতে ছাড়ার চেষ্টা করে। তবে নদীতে অবমুক্ত করার পরও এটি বারবার তীরে ফিরে আসছিল। অবশেষে গভীর পানিতে নিয়ে তিমিটিকে সফলভাবে ছেড়ে দেওয়া হয়।
কোস্টগার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট মো. সাব্বির আহমেদ জানান, "তিমিটি জীবিত ছিল, তবে লেজের দিকে আঘাতের চিহ্ন ছিল। সম্ভবত এটি দলছুট হয়ে মেঘনার অগভীর অংশে চলে আসে এবং আটকা পড়ে।"
এ ধরনের তিমি সাধারণত গভীর সমুদ্রের প্রাণী। বিশেষজ্ঞরা ধারণা করছেন, খাদ্যের সন্ধানে বা অন্য কোনো কারণে তিমিটি দিকভ্রান্ত হয়ে অগভীর এলাকায় চলে এসেছিল।
স্থানীয় বাসিন্দারা এমন বিরল দৃশ্য দেখে বিস্মিত এবং উচ্ছ্বসিত। তবে তারা তিমিটির নিরাপদ মুক্তি নিশ্চিত করতে প্রশাসন ও জেলেদের প্রচেষ্টার প্রশংসা করেছেন।
**প্রতিবেদক:** ইনিউজ৭১ নিউজ ডেস্ক