
প্রকাশ: ২১ নভেম্বর ২০২৪, ১৮:৯

এদিন সকাল থেকে কুড়িগ্রামের উলিপুর শহীদ মিনার চত্বরে হাজার হাজার বিএনপি নেতাকর্মী মিছিল সহকারে সমাবেশে যোগ দেন। দীর্ঘদিন পর কেন্দ্রীয় নেতার আগমন উপলক্ষে দলের নেতা-কর্মীদের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ। সমাবেশে উলিপুর উপজেলা বিএনপির সভাপতি সাবেক পৌর মেয়র হায়দার আলী মিয়া সভাপতিত্ব করেন, এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর বিভাগের সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু, বিএনপি’র ফরেন অ্যাফেয়ার্স কমিটির উপদেষ্টা তাসভীর উল ইসলাম, এবং উলিপুর পৌরসভার সাবেক মেয়র তারিক আবু-আলা চৌধুরী।
সমাবেশে বিএনপি নেতারা দাবি করেন, বর্তমান সরকারের একদলীয় শাসন থেকে মুক্তি পেতে এবং জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠিত করতে রাজনৈতিক সংস্কার ও সুষ্ঠু নির্বাচনের কোনো বিকল্প নেই।