প্রকাশ: ১৯ অক্টোবর ২০২৪, ৩:৮
দিনাজপুরের হাকিমপুর হিলিতে নারী উদ্যোক্তা ফোরামের নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি রোমেনা আক্তার মনি ও সাধারণ সম্পাদক হামিদা আক্তার ডালিম।
শনিবার (১৯ অক্টোবর) বিকালে হিলি সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশন কার্যালয়ে নারী উদ্যোক্তা সদস্যের সম্মতিতে এই কমিটি গঠন করা হয়েছে।
এতে ১৩ সদস্য নিয়ে একটি কমিটি গঠন করা হয়েছে,যারা হলেন,সহ সভাপতি -ফেরদৌসী মনি,যুগ্ন সাধারন সম্পাদক -মনিরা বেগম,সাংগঠনিক সম্পাদক -নাজমুন নাহার,কোষাধ্যক্ষ -সানজিদা চৌধুরী,প্রচার সম্পাদ -নওশিন জাহান (নিশি),দপ্তর সম্পাদক -দেলোয়ারা আনছারী,কার্যকারী সদস্য,নাহিদ আক্তার নিশা,নুসরাত জাহান আঁখি,শাপলা শারমিন সেলিনা আহমদ, আরমিন আক্তার (পলি)। এই কমিটির মেয়াদ থাকবে ১ বছর।
নারী উদ্যোক্তার নবনির্বাচিত কমিটির সভাপতি রোমেনা আক্তার মনি বলেন,আমরা শহর থেকে গ্রাম অবদি বেকার নারীদের নিয়ে কিছু করার লক্ষে এই কমিটি গঠন করেছি, যাতে করে নারীরা পিছিয়ে না থেকে সংস্বারের পাশাপাশি কিছু করতে পারে। শুধু হাকিমপুরেই না আমার বিভিন্ন জেলা থেকে এই নারী উদ্যোক্তার সাথে কাজ করছেন।