প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২৪, ২৩:৩০
বরিশালে যুবলীগ নেতার ভাই মোহাম্মদ মোমিন মিয়ার (৩২) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকালে নগরীর বটতলা বাজার এলাকার একটি ড্রেন থেকে তার মরদেহ পাওয়া যায়। কোতয়ালি মডেল থানার এসআই এইচএম সজল জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
মোমিন রুইয়ার পোল এলাকার আবুল খায়ের ধলু মিয়ার ছেলে এবং ১৮ নম্বর ওয়ার্ড যুবলীগের আহ্বায়ক শহিদুল ইসলাম মুন্নার ছোট ভাই। পুলিশ জানায়, মোমিন মঙ্গলবার রাতে বাড়ি থেকে বের হয়েছিলেন, তবে সকালে তার মরদেহ ড্রেনে পাওয়া যায়। মরদেহ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে, এবং প্রতিবেদন আসার পর পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।
পরিবারের সূত্রে জানা যায়, মোমিন ড্রাগ আসক্ত ছিলেন। এসআই সজল বলেন, "ধারণা করা হচ্ছে, অতিরিক্ত মাদক সেবনের কারণে হয়তো তিনি ড্রেনের পাশে পড়ে যান এবং উঠতে পারেননি।" তবে তার ভাই মুন্না জানান, "শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই। আমি মনে করি, হয়তো হৃদ্রোগে আক্রান্ত হয়েও মারা যেতে পারে।"
ময়না তদন্তের রিপোর্টে যদি হত্যার বিষয় উল্লেখ করা হয়, তবে তারা মামলা করার সিদ্ধান্ত নেবেন বলে জানান মুন্না। স্থানীয় এলাকায় এই ঘটনা নিয়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে, এবং পরিবারটির মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
পুলিশের পক্ষ থেকে ঘটনাটি নিয়ে তদন্ত অব্যাহত রয়েছে, এবং স্থানীয়রা মোমিনের মৃত্যুর কারণ নিয়ে নানা ধরণের আলোচনা করছে।