প্রকাশ: ২২ আগস্ট ২০২৪, ১:২২
সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে পটুয়াখালীর কলাপাড়ায় ভারী বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। সমুদ্র উত্তাল হয়ে উঠেছে। স্বাভাবিক জোয়ারের চেয়ে ৩-৪ ফুট পানি বৃদ্ধি পেয়েছে।
বৃহস্পতিবার সকাল ছয়টা থেকে নয়টা পর্যন্ত ৩ ঘন্টায় কলাপাড়া উপজেলায় ২৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অফিস। গত এক সপ্তাহের টানা বৃষ্টিতে সব কিছুতে স্থবিরতা নেমে এসেছে। ভোগান্তিতে পড়েছে নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ। পানির নিচে তলিয়ে আছে আমন ক্ষেত। অনেক কৃষকের আমনের বীজ পচে নষ্ট হয়ে গেছে।
চারা রোপনে পড়েছেন চরম দুর্ভোগে। বর্ষাকালীন সবজি চাষীরাও ক্ষতিগ্রস্থ হয়েছেন। তলিয়ে গেছে মাছের ঘের, পুকুর। এদিকে কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর উত্তাল রয়েছে। বড় বড় ঢেউ তীড়ে আছড়ে পড়ছে সৈকতে। স্বাভাবিকের চেয়ে নদ-নদী পানির উচ্চতা ৩ থেকে ৪ ফুট বৃদ্ধি পেয়েছে। এতে প্রতিদিন দু,দফা জোয়ারে নিম্নাঞ্চলের ঘর বাড়ি প্লাবিত হচ্ছে।
অপরদিকে বৈরী আবহাওয়ার মাঝেও পর্যটকদের আনাগোনা দেখা গেছে। উত্তাল সমুদ্রে গোসল হই হুল্লোড়ে মেতে ওঠে পর্যটকরা।