প্রকাশ: ২১ আগস্ট ২০২৪, ০:৮
পিলখানায় বিডিআর বিদ্রোহের নামে সেনাবাহিনীর অফিসার হত্যা, ২৮ অক্টোবর লগি বৈঠার তান্ডব, শাপলা চত্ত্বরে রাতের অন্ধকারে অসংখ্য নিরহ আলেম ও মাদ্রাসা ছাত্রকে হত্যা, অসংখ্য গুম-খুন, রাষ্ট্রীয় বাহিনীগুলোকে দানবে পরিণত করার মাধ্যমে বিএনপি সহ বিরোধী দলগুলোর গণতান্ত্রিক আন্দোলনকে নিষ্ঠুর দমন, হেফাজতে নির্যাতন ও হত্যা, নিরাপদ সড়ক ও কোটা সংস্কার আন্দোলনে নৃশংস গণহত্যায় শহীদদের স্মরণে শোক র্যালী করেছে পটুয়াখালী জেলা ছাত্রদল।
বুধবার (২১ আগস্ট) দুপুর ১২ টায় পটুয়াখালী সরকারী কলেজ প্রাঙ্গন থেকে র্যালী শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে পটুয়াখালী প্রেসক্লাবের সামনে গিযে শেষ হয়।
এসময় জেলা বিএনপির আহবায়ক আব্দুর রশিদ চুন্নু মিয়া, জেলা ছাত্রদল আহবায়ক মেহেদী হাসান শামীম সাধারন সম্পাদক জাকারিয়া আহাম্মেদ সহ অন্যান্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।