প্রকাশ: ১৯ আগস্ট ২০২৪, ১৭:৩০
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যুক্ত শিক্ষার্থীরা ৭৫ বোতল ফেন্সিডিল সহ একজনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে। রোববার দিবাগত মধ্যরাতে ভূরুঙ্গামারী ইউনিয়নের ভোটহাট এলাকা থেকে ফেন্সিডিলগুলো উদ্ধার করা হয়। ফেন্সিডিল পাচারে জড়িত থাকার অভিযোগে আশরাফুল আলম (২০) নামের একজনকে গ্রাম পুলিশ বাহিনীর সহায়তায় আটক করে পুলিশের হাতে তুলে দেয়া হয়।
জানাগেছে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যুক্ত শিক্ষার্থী ও গ্রাম পুলিশ বাহিনীর সদস্যরা গত দু-তিন দিন যাবত ভূরুঙ্গামারী ইউনিয়নের সীমান্তবর্তী ভোটহাট এলাকার একটি সড়কে নজর রাখছিল। শিক্ষার্থীদের নিকট তথ্য ছিল ওই সড়ক দিয়ে মাদকদ্রব্য পাচার করা হয়।
রোববার দিবাগত মধ্যরাতে ওই সড়ক দিয়ে আশরাফুল আলম সহ তিনজন বস্তায় করে কিছু নিয়ে যাচ্ছিলেন। শিক্ষার্থীদের সন্দেহ হলে গ্রাম পুলিশের সহায়তায় আশরাফুলকে আটক করা হয়। এসময় অপর দুইজন পালিয়ে যায়। আশরাফুলের বস্তার ভেতরে ৭৫ বোতল ফেন্সিডিল পাওয়া যায়। শিক্ষার্থীরা ফেন্সিডিল ও আশরাফুলকে পুলিশের হাতে তুলে দেয়। গ্রাম পুলিশ বাহিনীর দুই সদস্য লিটন মিয়া ও রমজান আলী শিক্ষার্থীদের সহযোগিতা করেন।
ভূরুঙ্গামারী থানার ওসি রুহুল আমিন ফেন্সিডিল উদ্ধারের সত্যতা নিশ্চিত করে বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন মামলা দায়ের করা হবে।