প্রকাশ: ১৭ আগস্ট ২০২৪, ৪:৪
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীর জয়মনিরহাট ইউনিয়নের একটি পুকুরে অজ্ঞাত এক ব্যক্তির লাশ ভেসে উঠেছে। শনিবার সন্ধ্যায় জয়মনিরহাট ইউনিয়নের বড় খাটামারীর দামুড় ছড়া বিলের পাড় এলাকার আসাদ নামের এক ব্যক্তির পুকুরে স্থানীয়রা অজ্ঞাত এক ব্যক্তির লাশ দেখতে পান। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশের পরিচয় নিশ্চিত হওয়ার চেষ্টা করছে।
স্থানীয়রা জানায়, শনিবার সন্ধ্যায় দামুড় ছড়া বিলের পাড় গ্রামের একটি বাঁশ বাগান থেকে প্রচণ্ড দূর্গন্ধ আসতে থাকে। দূর্গন্ধের উৎস খুঁজতে গিয়ে এলাকাবাসী বাঁশ বাগানের পাশের পুকুরে একটি লাশ দেখতে পান। পুকুরে লাশের বিষয়টি তারা থানা পুলিশকে জানায়। পুলিশের একটি দল খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়। এ প্রতিবেদন লেখার সময় (রাত ৮.৩০) পুকুর থেকে লাশটি ডাঙায় তোলা সম্ভব হয়নি।
জয়মনিরহাট ইউনিয়ন পরিষদের বড় খাটামারী এলাকার ইউপি সদস্য ময়েন উদ্দিন জানান, লাশের পিঠ পুকুরের পানির ওপরের দিকে রযেছে। লাশ ডাঙায় না তুলে পরিচয় নিশ্চিত হওয়া সম্ভব নয়।
ভূরুঙ্গামারী থানার ওসি রুহুল আমিন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এখনো লাশের পরিচয় পাওয়া যায়নি। পরিচয় সনাক্তের চেষ্টা চলছে।