প্রকাশ: ১২ আগস্ট ২০২৪, ১:৪৮
বরিশাল মেট্রোপলিটন ও জেলার ১৪ থানার পাশাপাশি ট্রাফিক বিভাগের পুলিশ সদস্যরা মাঠ পর্যায়ে কাজ শুরু করেছেন। সোমবার (১২ জুলাই) সকাল থেকে তারা নিজ নিজ কর্মস্থলে হাজিরা দিয়ে দায়িত্ব বুঝে নিয়েছেন। এরপর থেকেই থানাগুলোতে জনসেবা কার্যক্রমে ব্যস্ত থাকতে দেখা গেছে পুলিশ সদস্যদের। সকলকে পেশাদারিত্বের সাথে কাজ করার প্রতি আহ্বান জানান উর্ধ্বতন কর্মকর্তারা।
এছাড়া সকাল ৯টা থেকে নগরীর গুরুত্বপূর্ণ মোড়ে ট্রাফিক পুলিশ সদস্যদের দায়িত্ব পালন করতে দেখা গেছে। এতে জনমনে স্বস্তি ফিরে এসেছে। দায়িত্ব পালনকালে পুলিশ সদস্যদের হাত নেড়ে শুভেচ্ছা জানান পথচারী, চালক ও যাত্রীরা।
নগরীর প্যারারা রোডের বাসিন্দা মারুফ হাওলাদার বলেন, সরকার পতনের পর পুলিশ মাঠে না থাকায় অরাজক পরিস্থিতির মধ্যে দিন কেটেছে। এখন পুলিশ কাজ শুরুর খবরে কিছুটা স্বস্তিতে রয়েছেন বলে জানান তিনি।
দায়িত্ব পালন শুরুর পর পুলিশ কনস্টেবল বশির জানান, অনেক দিন পরে মাঠে নেমেছি। বর্তমানে কিছুটা উৎকণ্ঠা থাকলেও ভালো লাগছে। দিন যত যাবে সবকিছু স্বাভাবিক হয়ে যাবে আশা করেন তিনি।
বরিশাল জেলা পুলিশ সুপার ওয়াহিদুল ইসলাম জানিয়েছেন, সকাল থেকে বরিশাল জেলার ১০ থানার পুলিশ সদস্যদের পাশাপাশি ট্রাফিক পুলিশের সদস্যরা কাজ শুরু করেছেন। প্রতিটি সদস্য তাদের দায়িত্বপূর্ণ এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষায় কাজ করছেন।
বরিশাল পুলিশ কমিশনার জিহাদুল কবির বলেন, জনগণের সেবা নিশ্চিতে থানাসহ পুলিশ ফাঁড়িগুলোতে সদস্যরা কাজে যোগ দিয়েছে। পাশাপাশি সড়ক ব্যবস্থাপনায় মাঠে নেমেছে পুলিশ। স্বাভাবিক নিয়মে পুলিশী কার্যক্রম চলছে বলে জানান তিনি।