প্রকাশ: ১৮ জুন ২০২৪, ২:২১
ঈদুল আজহার দিনে ইমামকে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে মসজিদ কমিটির সভাপতির বিরুদ্ধে। পরে তাকে চাকরিচ্যুত করা হয়েছে।
স্থানীয়রা জানিয়েছেন, মসজিদ কমিটির সভাপতির কোরবানির গরু জবাইয়ে দেরি হওয়ায় ইমামকে চাকিচ্যুত করা হয়েছে।
সোমবার (১৭ জুন) সকালে ১০টার দিকে গাজীপুরের শ্রীপুর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।
অভিযুক্ত সভাপতির নাম কফিল উদ্দিন। তিনি ভাংনাহাটি মধ্যপাড়া গ্রামের মৃত জাফর আলীর ছেলে ও ভাংনাহাটি মধ্যপাড়া বায়তুন নূর জামে মসজিদের সভাপতি।
মসজিদের ইমাম মাওলানা আবু বক্কর সিদ্দিক বলেন, ‘ঈদের নামাজ শেষ পশু কোরবানির প্রস্তুতির একপর্যায়ে পাশের ইদ্রিস আলী কোরবানির গরু জবাইয়ের জন্য ডাকলে সেখানে চলে যাই। এ সময় সভাপতি সাহেব ফোন দেন তার গরু জবাই করতে।
পরে একটু দেরি করে তার কাছে গেলে তিনি ক্ষিপ্ত হন। তার অনুমতি ছাড়া অন্য গরু জবাই করার কারণে আমাকে গালমন্দ করেন। এক সময় আমার শরীরেও হাত দেন। এ ঘটনাকে কেন্দ্র করে কমিটির সভাপতি তাকে চাকরি ছেড়ে দিতে বলেছেন বলে জানিয়েছেন ইমাম আবু বক্কর সিদ্দিক।
মসজিদ কমিটির সাধারণ সম্পাদক আল আমীন বলেন, ‘আমি এমন একটি বিষয়ে (মারধরের) শুনেছি। তবে খোঁজ নিয়ে বিস্তারিত বলতে পারব।’
তবে মারধরের ঘটনায় থানায় কোনো অভিযোগ করা হয়নি বলে জানিয়েছে পুলিশ।