প্রকাশ: ১২ জুন ২০২৪, ২:২৪
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় ভূমি সেবা সপ্তাহ ২০২৪ উদযাপনের অংশ হিসেবে আলোচনা সভা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১২ জুন) উপজেলা পরিষদ কমপ্লেক্সের হলরুমে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সরাইল উপজেলা সহকারী কমিশনার (ভূমি)নাছরিন সুলতানা (রিপা) এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মেজবা উল আলম ভূইঁয়া।এসময় অন্যান্যদের মধ্যে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক, শিক্ষার্থী,প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে ভূমি সেবা সপ্তাহ ২০২৪ উপলক্ষে উপজেলা ভূমি অফিস কর্তৃক আয়োজিত কুইজ প্রতিযোগিতা। প্রথম হয়েছে, মাঈশাতুল মীম সরাইল পাইলট বালিকাউচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণী শিক্ষার্থী। দ্বিতীয় হয়েছে সৈয়দ নলিনউজ্জামান সরাইল অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর শিক্ষার্থী। তৃতীয় হয়েছে, আরাফাত ইসলাম ইমন, সরাইল অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর শিক্ষার্থী।
আয়োজিত ভূমি বিষয়ক কুইজ প্রতিযোগিতায় ৩ জন বিজয়ী শিক্ষার্থীও ৩জন দক্ষ কর্মকর্তা কর্মচারিদের মাঝে সনদপত্র প্রদান করা হয়।
এদিকে এর আগে সকাল সাড়ে এগারোটা দিকে একই স্হানে সরাইল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মেজবা উল আলম ভূইঁয়ার সভাপতিত্বে পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে আইন-শৃঙ্খলা বিষয়ক বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাছরিন সুলতানা ( রিপা) সরাইল সরকারি কলেজের অধ্যক্ষ মৃধা আহমেদুল কামাল, সরাইল উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মো. হানিফ আহমেদ,মহিলা ভাইস চেয়ারম্যান মোছা.রোকেয়া বেগম,সরাইল থানা পরিদর্শক (তদন্ত) আ স ম আতিকুর রহমান, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মো.পারভেজ আহমেদ, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. নৌসাদ আহমেদ, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো.আনোয়ার হোসেন, বীর মুক্তিযোদ্ধা সাহের আলী,সরাইল উপজেলা রিপোর্টার্স ইউনিটি সাধারণ সম্পাদক মো. তাসলিম উদ্দিন, সাংবাদিক মো. জহিরুল ইসলাম রিপন,সরাইল সদর ইউপি চেয়ারম্যান আব্দুল জব্বার, নোয়াগাঁও ইউপি চেয়ারম্যান মো. মনসুর হোসেন,পানিশ্বর ইউপি চেয়ারম্যান মো. মোস্তাফিজুর রহমান, অরুয়াইল ইউপি চেয়ারম্যান মো.মোশাররফ হোসেন ভূইঁয়া, কালিকচ্ছ ইউপি চেয়ারম্যান মো.সায়েদ মিয়া, পাকশিমুল ইউপি চেয়ারম্যান মো, কাউছার মিয়া,সহ বিভিন্ন ইউপি চেয়ারম্যান, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও)মো. মেজবা উল আলম ভূইঁয়া বলেন, পবিত্র ঈদুল আজহার নামাজ নিয়ে কোথাও যেন কোন প্রকার বিশৃঙ্খলা না হয়। চেয়ারম্যানগণ তাদের ইউনিয়নের মেম্বার ও গ্রাম পুলিশ নিয়ে সমাবেশ করেবেন। আমরা ঈদের দিন কোন ধরনের বিশৃঙ্খল দেখতে চাইনা। এ ব্যাপারে সকলকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
সভায় ঈদ-উল-আযহা উপলক্ষ্যে সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষা, যানজট নিরসন, কুরবাণীর বর্জ্য যথাসময়ের অপসারন, লবন সরবরাহ, চামড়া সংরক্ষণসহ জনদুর্ভোগ হ্রাসের করণীয় সম্পর্কে প্রয়োজনীয় দিক-নির্দেশনা প্রদান করা হয়।