প্রকাশ: ২১ মে ২০২৪, ২:২৬
ব্রাহ্মণবাড়িয়া সরাইল উপজেলার কালিকচ্ছ পাঠশালা উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন, সাবেক এমপি এড. জিয়াউল হক মেধা।মঙ্গলবার (২১ মে) কালিকচ্ছ পাঠশালা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের অফিসে ওই নির্বাচন অনুষ্ঠিত হয়।
কোন প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় এড. জিয়াউল হক মৃধাকে অত্র বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি হিসাবে বিজয় ঘোষণা করেন। সরাইল উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মাসুদুর রহমান।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রফিকুল ইসলাম মানিক জানান, স্কুল পরিচালনায় ১৬ মে এ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্যের ৪ পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন । নির্বাচিতরা হলেন-অহিদুজ্জামান লস্কর, কামরুজ্জা মান সজল,দূলাল চন্দ্র সুত্রধর, মো. মোশাররফ অভিবাভক সদস্য নির্বাচিত হয়। সংরক্ষিত মহিলা অভিভাবক সদস্য দিপূ দেব।এছাড়া শিক্ষা প্রতিষ্ঠানে দাতা সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন মো.আইয়ুব খান,সাধারণ শিক্ষক সদস্য পদে নির্বাচিত হয়েছেন জসিম উদ্দিন খান, শেখ মো. ইব্রাহিম ও সংরক্ষিত মহিলা শিক্ষক প্রতিনিধি নাজনীন আক্তার।
সাবেক এমপি এড. জিয়াউল হক মৃধা ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হয়ে বলেন, কালিকচ্ছ পাঠশালা উচ্চ বিদ্যালয় উপজেলার একটি ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান। এই বিদ্যালয়ের শিক্ষার মানন্নোয়নের পাশাপাশি অবকাঠামোগত উন্নয়নে মনোনিবেশ করা আমার মূল লক্ষ্য। আমাকে যারা এই দায়িত্ব দিয়েছেন, আমি সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। বিদ্যালয়ের উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখার স্বার্থে কাজ করবেন বলে জানান তিনি।