প্রকাশ: ১০ মে ২০২৪, ২৩:৪০
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে লাফিয়ে ভটভটিতে উঠতে গিয়ে ছিটকে পড়ে দশ বছর বয়সী এক শিশু মৃত্যু হয়েছে। শিশুটির নাম বিপুল। শুক্রবার সকাল নয়টার দিকে ভূরুঙ্গামারী ইউনিয়নের দেওয়ানের খামার এলাকায় এই দুর্ঘটনা ঘটে। শিশুটি দেওয়ানের খামার এলাকার পাভেল মিয়ার ছেলে।
স্থানীয়রা জানান, শুক্রবার সকালে একটি ভটভটি বিপুলের বাড়ির পাশের সড়ক দিয়ে যাচ্ছিল। খেলার ছলে বিপুল লাফিয়ে ওই ভটভটিতে ওঠার চেষ্টা করে। এসময় সে ভটভটি থেকে ছিটকে পড়ে গিয়ে মাথায় প্রচন্ড আঘাত পায়। পরে তাকে উদ্ধার করে ভূরুঙ্গামারী হাসপাতালে নেয়া হয়। অবস্থার অবনতি দেখে হাসপাতাল কর্তৃপক্ষ উন্নত চিকিৎসার জন্য তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। সেখানে নেয়ার পথে বিপুল মারা যায়।
ভূরুঙ্গামারী হাসপাতালের জরুরী বিভাগে কর্তব্যরত উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার তৌহিদুর রহমান বলেন, শিশুটিকে যখন জরুরী বিভাগে আনা হয় তখন তার বাম কান দিয়ে রক্তক্ষরণ হচ্ছিল।