প্রকাশ: ২ মে ২০২৪, ১:৪৬
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে তৃতীয় ধাপে অনুষ্ঠিত হতে যাওয়া ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদে মোট ১২জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।
ভূরুঙ্গামারী উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানাগেছে, উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে ৫ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। তারা হলেন ভূরুঙ্গামারী উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও বর্তমান উপজেলা পরিষদ চেয়ারম্যান নূরুন্নবী চৌধুরী, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও তিলাই ইউপির সাবেক চেয়ারম্যান একেএম ফরিদুল হক শাহিন শিকদার, সাবেক ব্যাংক কর্মকর্তা মোহাম্মদ আলী মন্ডল, প্রভাষক রফিকুল ইসলাম ও পল্লী চিকিৎসক মতিয়ার রহমান।
ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে মনোনয়ন পত্র দাখিল করেছেন উপজেলা ছাত্রলীগ সভাপতি প্রভাষক মাহমুদুল হাসান, একেএম গোলাম কাদের সিদ্দিকী রনি, শাহজাহান আলী সোহাগ ও এস এম ফারুকুজ্জামান।
ভাইস চেয়ারম্যান (মহিলা) পদে বর্তমান ভাইস চেয়ারম্যান শাহানারা বেগম মীরা, সাবেক ভাইস চেয়ারম্যান ফরিদা পারভীন ও মনোয়ারা বেগম (কুড়িগ্রাম জেলা পরিষদ সদস্য জহির উদ্দিন ব্যাপারীর স্ত্রী) মনোনয়নপত্র দাখিল করেছেন।
উপজেলা নির্বাচন কর্মকর্তা সাঈফ আহম্মেদ নাসিম বলেন, আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থী হতে মোট ১২ জন মনোনয়ন পত্র দাখিল করেছেন। আগামী ১২ মে মনোনয়ন পত্র প্রত্যাহার, ১৩ মে প্রতিক বরাদ্দ এবং আগামী ২৯ মে নির্বাচন অনুষ্ঠিত হবে।