প্রকাশ: ১০ এপ্রিল ২০২৪, ২৩:৩১
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীর উপজেলার পাইকেরছড়া ইউনিয়নের ছিট পাইকেরছড়া ও পাইকডাঙ্গা গ্রামের ৫০টি পরিবার সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশের সাথে মিল রেখে বুধবার ঈদুল ফিতর উদযাপন করেছে। পাইকেরছড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুর রাজ্জাক সরকার ওই দুই গ্রামে ঈদুল ফিতর উদযাপনের সত্যতা নিশ্চিত করেছেন।
বুধবার সকাল ৮টায় ছিট পাইকেরছড়ায় এবং ৮টা ১৫ মিনিটে পাইকডাঙ্গায় ঈদুল ফিতরের ঈদের জামাত অনুষ্ঠিত হয়। ছিট পাইকেরছড়ার ঈদের জামাতে ইমামতি করেন মাওলানা মোকছেদুল ইসলাম। অপরদিকে পাইকডাঙ্গার ঈদের জামাতে ইমামতি করেন মাওলানা আশরাফুল ইসলাম।
পাইকেরছড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুর রাজ্জাক সরকার বলেন, কয়েক বছর যাবত আহলে হাদিস অনুসারী ওই দুই গ্রামের মানুষ সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের সাথে মিল রেখে রোজা ও ঈদের নামাজ আদায় করে আসছেন।
ভূরুঙ্গামারী থানার ওসি রুহুল আমিন বলেন, সৌদি আরবের সঙ্গে মিল রেখে দুটি গ্রামের মসজিদে ঈদুল ফিতরের ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। ঈদের জামাত অনুষ্ঠানকে কেন্দ্র করে অপ্রতিকার পরিস্থিতি এড়াতে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল।