প্রকাশ: ১৬ মার্চ ২০২৪, ২৩:৫২
বরিশালের হিজলা উপজেলায় আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
শনিবার (১৬ মার্চ) সকাল সাড়ে ৯ টার সময় উপজেলার ধুলখোলা ইউনিয়নের পালপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত জামাল উদ্দিন মাঝি (৪০) ওই এলাকার আঃ কাদের মাঝির ছেলে। সে ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি।
স্থানীয় সূত্রে জানা যায়,শুক্রবার রাজনৈতিক ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আলীগঞ্জ বাজারে ড.শাম্মী আহমেদের অনুসারী ও পংকজ নাথের অনুসারীরা দ্বন্দ্বে জড়িয়ে পরে। নিহতের স্বজনদের দাবি এ দ্বন্দ্বের জেরেই জামাল উদ্দিন মাঝিকে খুন করা হয়েছে। সকালে আলীগঞ্জ রওয়ানা দেয় জামাল উদ্দিন মাঝি। এ সময় কিছুদুর অগ্রসর হতেই একটি সয়াবিন ক্ষেতের মধ্যে এলোপাতাড়ি কুপিয়ে ফেলে রেখে যায় দুর্বৃত্তরা। তার গলায় ও শরিরে কোপের চিহ্ন রয়েছে।
হিজলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জুবাইর ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনা স্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল শের- ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। থানায় একটি ইউডি মামলা হয়েছে। এখন পর্যন্ত কেউ কোন অভিযোগ দেয়নি মেডিকেলের রিপোর্ট ও অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।