প্রকাশ: ১১ মার্চ ২০২৪, ২২:৩৪
কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার উন্নয়নে সকলকে একযোগে কাজ করার আহ্বান জানিয়েছেন কুড়িগ্রাম-১আসনের জাতীয় সংসদ সদস্য একেএম মোস্তাফিজুর রহমান মোস্তাক। ভূরুঙ্গামারী উপজেলা পরিষদ ও প্রশাসন আয়োজিত সংবর্ধনা ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তেব্যে তিনি এ আহ্বান জানান। সোমবার সকালে উপজেলা নির্বাহী অফিসারের সভাকক্ষে এ সংবর্ধনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার গোলাম ফেরদৌসের সঞ্চালনায় উপজেলা পরিষদ চেয়ারম্যান নূরুন্নবী চৌধুরী এতে সভাপতিত্ব করেন। অন্যান্যের মধ্যে সহকারী কমিশনার (ভূমি) তাহমিদুল ইসলাম, কৃষি কর্মকর্তা আব্দুল জব্বার, প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. শামীমা আক্তার, ওসি রুহুল আমিন ও প্রেসক্লাব সভাপতি আনোয়ারুল হক প্রমুখ বক্তব্য রাখেন।
সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান প্রধান অতিথির বক্তেব্যে বলেন, সীমান্ত ঘেঁষা ভূরুঙ্গামারী উপজেলার অনেক সমস্যা। একযোগে সকল সমস্যার সমাধান সম্ভব নয়। তিনি ইউপি চেয়ারম্যানদের নিজ নিজ এলাকার সমস্যা চিহ্নিত করে অগ্রাধিকারভিত্তিক তালিকা তৈরির পরামর্শ দেন। এলাকার উন্নয়নে জনপ্রতিনিধি, সুধী সমাজ, সরকারি কর্মকর্তা ও সাংবাদিকদের একসাথে কাজ করার আহ্বান জানান।
এর আগে উপজেলা পরিষদ ও প্রশাসনের পক্ষ থেকে তাঁকে ফুলেল শুভেচ্ছা ও ক্রেষ্ট প্রদান করে সংবর্ধনা দেওয়া হয়।