প্রকাশ: ৮ মার্চ ২০২৪, ২:৪৯
রাত পোহালেই শনিবার (৯ মার্চ) কুমিল্লার দেবীদ্বার উপজেলার ধামতী ও বড়শালঘর ইউনিয়নের দুইটি সাধারণ ওয়ার্ডে উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে। ওই দুইটি সাধারণ ওয়ার্ডের সদস্যদের মৃত্যু হওয়ার কারনে উপ-নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।
উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানায়ায়, দেবীদ্বার উপজেলার ধামতী ইউনিয়নের ৪ নং সাধারণ ওয়ার্ডের সদস্য মোঃ মহিবুল্লাহ এবং বড়শালঘর ইউনিয়নের ৮নং সাধারণ ওয়ার্ডের সদস্য আবুল কালাম আজাদ’র মৃত্যুর কারনে নির্বাচন কমিশন এই দুটি ওয়ার্ডে উপ-নির্বাচনের তফসিল ঘোষণা করেন। এতে ধামতী ইউনিয়নের ৪নং ওয়ার্ডে মোঃ কামরুল হাসান (তালা) প্রতীক ও মোঃ রফিকুল ইসলাম (মোরগ) প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এই ওয়ার্ডে মোট ভোটার রয়েছে ২হাজার ১৬৮জন, তার মধ্যে পুরুষ ভোটার ১ হাজার ১৬৮জন, মহিলা ভোটার ১ হাজার।
অপরদিকে বড়শালঘর ইউনিয়নের ৮নং ওয়ার্ডে মোঃ জাহাঙ্গীর আলম (মোরগ) প্রতীক ও মোঃ জয়নাল আবেদীন (ফুটবল) প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এই ওয়ার্ডে মোট ভোটার রয়েছে ১ হাজার ৬০০ জন, তাদের মধ্যে পুরুষ ভোটার ৮১২ জন এবং মহিলা ভোটার ৭৮৮ জন। দুটি ওয়ার্ডেই হাড্ডা-হাড্ডি লড়াইয়ের কথা জানিয়েছেন সাধারণ ভোটাররা।
এব্যাপারে দেবীদ্বার উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মোঃ ফারুক হোসেন জানান, অবাদ সুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচনের লক্ষে প্রশাসনের ব্যাপক প্রস্তুতি রয়েছে। প্রতিটি ওয়ার্ডে একজন ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ৫ জন পুলিশ ও ১০ জন করে আনসার সদস্য দায়িত্ব পালন করবে।