প্রকাশ: ৪ মার্চ ২০২৪, ১:২৬
ব্রাহ্মণবাড়িয়া সরাইল উপজেলার কালিকচ্ছ পাঠশালা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক মেধা,ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
আজ(৪মার্চ) সোমবার সকালে বিদ্যালয়ের নিজস্ব মাঠে এ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রফিকুল ইসলাম মানিকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ম্যানেজিং কমিটির সভাপতি সাবেক সংসদ সদস্য এড.জিয়াউল হক মৃধা।
বক্তব্য রাখেন, সরাইল থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ এমরানুল ইসলাম, সরাইল কলেজের অধ্যক্ষ মৃধা আহমেদুল কামাল, সরাইল উপজেলা রিপোর্টার্স ইউনিটি সভাপতি মো. নুরুল হুদা, সম্পাদক মো. তাসলিম উদ্দিন, বিদ্যালয়ের অভিভাবক সদস্য মো. আইয়ুব খান, সদস্য মো. অহিদুজ্জামান লস্কর অপু, মো.মোশাররফ হোসেন, মো.কামরুজ্জামান সজল, সংরক্ষিত মহিলা সদস্য দিপু দেব, সদস্য মো. ফয়সাল আহমেদ দুলাল সহ বিদ্যালয় শিক্ষক-শিক্ষিকা ছাত্র ছাত্রী অভিবাবক বৃন্দ। উপস্থিত বক্তারা শিক্ষার মান উন্নয়নে শিক্ষক ও অভিভাবকদের গুরুত্ব তুলে ধরেন।
তারা বলেন, মানসম্মত শিক্ষা না হলে এখান থেকে ভালো কোন ছাত্রছাত্রী বেরিয়ে আসবে না। বিদ্যালয় টি সরাইল উপজেলার মধ্যে শিক্ষা সংস্কৃতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
স্কুলটি যাতে দেশের মধ্যে অন্যতম স্কুলে পরিণত হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে। এর আগে জাতীয় পতাকা উত্তোলন, জাতীয় সংগীত পরিবেশন,এবং বেলুন উড়িয়ে প্রতিযোগিতার উদ্বোধন করা হয়।
এরপর ক্রীড়া প্রতিযোগিতায় বিভিন্ন ইভেন্টে খেলা অনুষ্ঠিত হয়, এছাড়া বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রছাত্রী, শিক্ষক শিক্ষিকা এবং অভিভাবকরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। পরে অতিথিবৃন্দরা বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।