প্রকাশ: ২৮ ফেব্রুয়ারি ২০২৪, ১:৩৬
সরাইল উপজেলা মাসিক আইন শৃঙ্খলা কমিটিও উপজেলা সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার ২৮ ফেব্রুয়ারি সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে, উপজেলা পরিষদ কমপ্লেক্সে নির্বাহী অফিসার ( ইউএনও) মো. মেজবা উল আলম ভূইঁয়া এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. রফিক উদ্দিন ঠাকুর।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আবাসিক চিকিৎসক ডা. মো. কামরুল ইসলাম।সভায় বক্তব্য রাখেন, সরাইল থানা পরিদর্শক তদন্ত আ.স.ম আতিকুর রহমান।সরাইল উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ডিপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. আনোয়ার হোসেন, সরাইল উপজেলা রিপোর্টার্স ইউনিটি সাধারণ সম্পাদক মো.তাসলিম উদ্দিন, সরাইল প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মো. তৌফিক আহমেদ তফসির, শাহবাজপুর ইউপি চেয়ারম্যান মো. খায়রুল চৌধুরী বাদল,নোয়াগাঁও ইউপি চেয়ারম্যান মো. মনসুর হোসেন, চুন্টা ইউপি চেয়ারম্যান মো. হুমায়ুন কবির, শাহজাদাপুর ইউপি চেয়ারম্যান মোছা: আছমা বেগম,কালিকচ্ছ ইউপি চেয়ারম্যান মো. সায়েদ মিয়া,অরুয়াইল বাজার কমিটির সাধারণ সম্পাদক মো, আবু তালেব মিয়া প্রমুখ।
সভায় মাহে রমজান মাসে সকল প্রয়োজনীয় দ্রব্যমূল্য ন্যায্য দামে বিক্রয় নিশ্চিত করতে হবে। উপজেলা বিভিন্ন স্থানে চুরি,মাদক জুয়া, কিশোর গেং বেড়েছে, আইন শৃঙ্খলা আরো ভূমিকা রাখার আহ্বান সহ প্রতিরোধে সকলে সচেতন থাকতে হবে।