https://enews71.com/storage/ads/01JQ1TK8B83CTTQWN3SJNRKSQ9.gif

নারী ও শিশুর প্রতি সহিংসতার বিরুদ্ধে সুবর্ণচরে সমাবেশ

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১১ ফেব্রুয়ারি ২০২৪, ০:৫৫

শেয়ার করুনঃ
নারী ও শিশুর প্রতি সহিংসতার বিরুদ্ধে সুবর্ণচরে সমাবেশ

নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় নারীর প্রতি ক্রমবর্ধমান সহিংস ঘটনার প্রতিবাদ জানিয়েছেন স্থানীয় বিভিন্ন শ্রেণি পেশার কয়েক শ মানুষ। তারা এ সময় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশের মাধ্যমে নারী ও শিশুর প্রতি সকল সহিংসতা ও ধর্ষণের ঘটনার নিন্দা জানিয়ে এসব নির্যাতনের বিরুদ্ধে দলমত নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়ানোর আহ্বান জানান। 

রোববার (১১ ফেব্রুয়ারি) দুপুরের দিকে সুবর্ণচরের মুজিব চত্বরে এ কর্মসূচির আয়োজন করে নোয়াখালী নারী অধিকার জোট। 

https://enews71.com/storage/ads/01JQ1TK8B83CTTQWN3SJNRKSQ9.gif

আয়োজনের সঙ্গে একাত্মতা প্রকাশ করে সামিল হয় সাগরিকা সমাজ উন্নয়ন সংস্থা, নিজেরা করি, পার্টিসিপেটরী রিচার্স অ্যান্ড অ্যাকশন নেটওয়ার্ক-প্রান, নোয়াখালী পল্লী উন্নয়ন সংস্থাসহ (এনআরডিএস) স্থানীয় বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিরা। এসব সংগঠন ছাড়া স্থানীয় জনপ্রতিনিধি, মানবাধিকারকর্মী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধি, কলেজ পড়ুয়া শিক্ষার্থীরা নারীর প্রতি সহিংসতার বিরুদ্ধে রুখে দাঁড়াতে রাস্তায় নেমে আসেন। তারা এ সময় সেখানে প্রায় ঘন্টা ব্যাপী মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেন।

মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন আয়োজক সংগঠন নোয়াখালী নারী অধিকার জোটের সভাপতি লায়লা পারভীন। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, চর ক্লার্ক ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবুল বাশার, নারী অধিকার জোটের সদস্যসচিব মনোয়ারা আক্তার ওরফে মিনু, মানবাধিকার কর্মী ও নোয়াখালী সদর উপজেলার বিনোদপুর ইউনিয়ন পরিষদের নারী সদস্য রৌশন আক্তার, উন্নয়ন সংগঠন নিজেরা করির অঞ্চল সমন্বয় পরিতোষ দেবনাথ, সুবর্ণ ক্যাডেট একাডেমির প্রধান শিক্ষক হানিফ মাহমুদ, নারী অধিকার জোটের সদস্য মারজাহান আক্তার, মেরিনা আক্তার প্রমুখ।

https://enews71.com/storage/ads/01JQ1TK8B83CTTQWN3SJNRKSQ9.gif

বক্তারা বলেন, একের পর এক নারী ও শিশু নির্যাতনের ঘটনায় সুবর্ণচর আজ সারা দেশের কাছে আলোচিত এক নাম। কতিপয় নরপশুর ঘৃণিত আচারণের কারণে এই জনপদটি নারী ও শিশুদের কাছে অনিরাপদ হয়ে উঠেছে। স্বামী-সন্তানদের বেঁধে রেখে দলবদ্ধ ধর্ষণের ঘটনার বিচারের রায়ের দিনই আরেকটি দলবদ্ধ ধর্ষণের ঘটনা সারা দেশের মানুষকে স্তম্বিত করেছে। এই উপজেলার নারী ও শিশুদের কতিপয় হীন লালসার কাছে জিম্মি হতে দেওয়া যাবে না। আমাদের সকলকে ঐক্যবদ্ধভাবে এসব সামাজিক অনাচারের বিরুদ্ধে সোচ্ছার হতে হবে।

এ সম্পর্কিত আরও পড়ুন

চট্টগ্রামের ডিসি হিলে বর্ষবরণের অনুষ্ঠান বাতিল

চট্টগ্রামের ডিসি হিলে বর্ষবরণের অনুষ্ঠান বাতিল

চট্টগ্রামের ডিসি হিলে পয়লা বৈশাখের বর্ষবরণ অনুষ্ঠানের মঞ্চ ভাঙচুর করা হয়েছে। রোববার (১৩ এপ্রিল) সন্ধ্যা সোয়া ৭টার দিকে ৪০ থেকে ৫০ জনের একটি দল মিছিল নিয়ে গিয়ে মঞ্চ এবং আশপাশের চেয়ার–টেবিল ভাঙচুর করে। এ সময় তারা শেখ হাসিনার ফাঁসি না হওয়া পর্যন্ত ডিসি হিলে পয়লা বৈশাখের অনুষ্ঠান করতে দেয়া হবে না বলে হুঁশিয়ারি দেয়।   এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ৬ জনকে

কালিয়াকৈরে অর্ধ-ডুবন্ত রহস্যজনক মাইক্রো উদ্ধার

কালিয়াকৈরে অর্ধ-ডুবন্ত রহস্যজনক মাইক্রো উদ্ধার

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার আশিক নগর এলাকায় একটি জলাশয় থেকে কালো রঙের একটি দামী নোয়াহ মাইক্রোবাস উদ্ধার করেছে থানা পুলিশ। রবিবার (১৩ এপ্রিল) সকালে স্থানীয়দের চোখে পড়ে অর্ধ-ডুবন্ত অবস্থায় পড়ে থাকা মাইক্রোটি। পরে তারা দ্রুত কালিয়াকৈর থানা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে কালিয়াকৈর থানার একটি দল ঘটনাস্থলে গিয়ে মাইক্রোটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। জলাশয়ের পানিতে আংশিক ডুবে থাকা অবস্থায় মাইক্রোটি দেখতে

রমনা বটমূলে ছায়ানটের বর্ষবরণ প্রস্তুতি সম্পন্ন

রমনা বটমূলে ছায়ানটের বর্ষবরণ প্রস্তুতি সম্পন্ন

বাংলা নববর্ষ ১৪৩২ বরণে রাজধানীর রমনা বটমূলে ছায়ানটের আয়োজনে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। ‘আমার মুক্তি আলোয় আলোয়’ প্রতিপাদ্য নিয়ে এবারের বর্ষবরণ অনুষ্ঠান সাজানো হয়েছে প্রকৃতি, মানুষ ও দেশপ্রেমের গান দিয়ে। পহেলা বৈশাখ, সোমবার (১৪ এপ্রিল) প্রভাতে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গেই নববর্ষকে স্বাগত জানাবে ছায়ানট। রোববার (১৩ এপ্রিল) বিকেল সাড়ে ৩টায় রমনা বটমূলে চূড়ান্ত মঞ্চে মহড়া অনুষ্ঠিত হয়। মঞ্চটি অর্ধবৃত্তাকার, দৈর্ঘ্য ৭২ ফুট

কুলাউড়ায় ট্রাকচাপায় মুয়াজ্জিন নিহত, ঘাতক চালক আটক

কুলাউড়ায় ট্রাকচাপায় মুয়াজ্জিন নিহত, ঘাতক চালক আটক

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় আবুল কালাম আজাদ (২৮) নামে এক মুয়াজ্জিন নিহত হয়েছেন। রবিবার (১৩ এপ্রিল) সকাল ১১টার দিকে কুলাউড়া ফায়ার স্টেশনের সামনে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত আবুল কালাম আজাদ কুলাউড়া উপজেলার ব্রাহ্মণবাজার ইউনিয়নের বায়তুল মামুর কেন্দ্রীয় জামে মসজিদের মুয়াজ্জিন ছিলেন। তিনি জয়পাশা গ্রামের আব্দুল কাদিরের ছেলে। প্রত্যক্ষদর্শীদের বরাতে কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম আপছার জানান,

রাজবাড়ীতে 'বোমা খোরশেদ' গ্রেফতার

রাজবাড়ীতে 'বোমা খোরশেদ' গ্রেফতার

রাজবাড়ীতে আন্তঃজেলা শীর্ষ ডাকাতদলের সরদার খোরশেদ অরফে বোমা খোরশেদ (৫৩) গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ ডিবি। রবিবার (১৩ এপ্রিল) এই তথ্য নিশ্চিত করেন জেলা পুলিশ সুপার মোছা. শামিমা পারভীন। শনিবার (১২ এপ্রিল) ঢাকা জেলার আশুলিয়ার ইসলাম নগর বাজার এলাকায় অভিযান চালিয়ে খোরশেদকে গ্রেফতার করা হয়। খোরশেদ অরফে বোমা খোরশেদ  রাজবাড়ী জেলার চন্দনী হরিণধারা এলাকার আঃ মন্ডলের ছেলে। পুলিশ জানায়, এ সময় তার কাছ