প্রকাশ: ৪ ফেব্রুয়ারি ২০২৪, ১:২৩
ইভটিজিং বন্ধে টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার গোবিন্দাসী উচ্চ বিদ্যালয়ের শিক্ষকদের সাথে মতবিনিময় করছেন ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আহসান উল্লাহ। রোববার (৪ ফেব্রুয়ারি) সকালে বিদ্যালয়ের অফিস কক্ষে এ মতবিনিময় করেন।
এ সময় অত্র বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বিনয় কৃষ্ণ বসাক, সিনিয়র শিক্ষক সুভাষ চন্দ্র পাল, আব্দুস সালাম, আকরাম হোসেন সহ সকল শিক্ষক-কর্মচারি উপস্থিত ছিলেন।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)৷ মো: আহসান উল্লাহ বলেন, মাদক ও ছাত্রী উত্যক্ত বন্ধে পুলিশ জিরো টলারেন্স ভূমিকা পালন করবে। বিদ্যালয়গুলোতে পুলিশ সবসময় টহল দিবে। পরিশেষে বিদ্যালয়ের স্বার্থে শিক্ষকদের সব সময় পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।