প্রকাশ: ৪ ফেব্রুয়ারি ২০২৪, ১:১২
ব্রাহ্মণবাড়িয়া সরাইল বিশ্বরোড় চৌরাস্তা ঢাকা- সিলেট মহাসড়ক ফুটপাত দখলমুক্ত করতে হাইওয়ে পুলিশ অভিযান চালিয়েছে। এ সময় প্রায় আধা কিলোমিটারের মধ্যে ২০-৩০ অবৈধ স্থাপনাসহ ভাসমান দোকান উচ্ছেদ করা হয়।
রবিবার (৪ ফেব্রুয়ারি ) সকাল ৯টা থেকে বেলা দুপুর একটা পর্যন্ত বিশ্বরোড় চৌরাস্তায় এলাকায় খাঁটি হাতা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ভারপ্রাপ্ত) আকুল চন্দ্র বিশ্বাসের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।পথচারীরা জানায়, অবৈধভাবে গড়ে উঠা দোকানপাটের জন্য রাস্তা দিয়ে ঠিকমত চলাচল করেত পারতেন না। এখন চলাচল করতে তাদের অনেক সুবিধা হচ্ছে। তারা আশা করেন অবৈধ স্থাপনা উচ্ছেদের ফলে যানজট কম হবে।
তবে এ অবস্থায় কতক্ষণ থাকবে সেটি দেখার বিষয় বলেও জানান তারা। পরবর্তীতে হাইওয়ে পুলিশের ভূমিকা কেমন হবে তাও দেখার বিষয়।
খাঁটিহাতা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) আকুল চন্দ্র বিশ্বাস জানান, অভিযানে চৌরাস্তায় যানজট মুক্ত হওয়ায় স্থানীয় জনগণ স্বস্তি প্রকাশ করেন।হাইওয়ে পুলিশের দৈনন্দিন কাজের অংশ হিসেবে যানজট নিরসনকল্পে এ অভিযান পরিচালিত হয়।তাই তাদের সচেতন হতে হবে। এই রকম অভিযান চলমান থাকবে।