প্রকাশ: ৩ ফেব্রুয়ারি ২০২৪, ২:৫৯
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার ঐতিহ্যবাহী মারকাযুল কুরআন আল ইসলামীয়া মাদ্রাসায় ২০২৩ সালের কৃতি শিক্ষার্থীদের মেধাবৃত্তি ও সম্মাননা ক্রেষ্ট বিতরণ ও হিফজ শাখার ছয় জন ছাত্রকে সবক প্রদান করা হয়েছে।
শনিবার সকাল সাড়ে ১০টায় উপজেলার মারকাযুল কুরআন আল ইসলামীয়া মাদ্রাসায় সংবর্ধনা ও বৃত্তিপ্রদান অনুষ্ঠানে মাদ্সার পরিচালনা পর্ষদ সভাপতি আইয়ুব আলীর সভাপতিত্বে প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন, টংভাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সেলিম হোসেন ।
বিশেষ অতিথি উপস্থিত ছিলেন,মারকাযুল কোরআন আল ইসলামীয়া মাদ্রাসার মুহতামীম মাওলানা কোরবান আলী,হিফজ শাখার মুহতামীম হাফেজ ক্বারী মাওলানা আব্দুল হান্নান সাইফি, মাদ্রাসা পরিচালনা পর্ষদের সদস্য প্রভাষক গোলাম রসুল ডাবলু,অধ্যক্ষ মন্জুরুল ইসলাম, প্রভাষক নুর মোহাম্মদ, আজম আজাহার হোসেন,সাংবাদিক জাহাঙ্গীর আলম রিকো,তাজুল ইসলাম,মহিলা কলেজের প্রভাষক নাজমুল কায়েস হিরু, আলহাজ্ব সমসের উদ্দিন উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আব্দুর রাজ্জাক রুবেল প্রমূখ।
কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, সংবর্ধনার মাধ্যমে অনুপ্রেরণা নিয়ে প্রকৃত মানুষ হয়ে দেশের কল্যাণে সকলকে কাজ করতে হবে। দেশ সেরা হবার কৃতিত্ব অর্জন করতে হবে।
বঙ্গবন্ধু স্কুল জীবন থেকে সংগ্রাম শুরু করে মৃত্যু পর্যন্ত সে সংগ্রাম চালিয়ে গেছেন। আজ তাঁরই কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে দেশ ডিজিটাল বাংলাদেশের পর স্মার্ট বাংলাদেশের দিকে এগুচ্ছে। মেট্রোরেল, পদ্মাসেতু, পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রসহ নানা মেগা প্রকল্প বাস্তবায়ন হচ্ছে তাঁরই হাত ধরে। অনুষ্ঠান শেষে এক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।