প্রকাশ: ১ ফেব্রুয়ারি ২০২৪, ৩:২০
ব্রাহ্মণবাড়ি সরাইল উপজেলা ২টি দোকানে অভিযান চালিয়ে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) সরাইল উপজেলা কালিকচ্ছ বাজার রোড এলাকার দুইটি দোকানে লাইসেন্স না থাকাই।উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের ভেটেরিনারি সার্জন ডা. শ্যামল কুমার চৌধুরী, সহযোগিতায় এই ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।
অভিযানে উপজেলা কালিকচ্ছ বাজার রোড় এলাকার দুইজন দোকান মালিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন, সরাইল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাছরিন সুলতানা।