প্রকাশ: ২৭ জানুয়ারি ২০২৪, ১৭:৫৮
ব্রাহ্মণবাড়িয়া সরাইলে রাস্তা সংস্কার না করায় চরম দুর্ভোগে স্থানীয়রা। উপজেলার সদর ইউনিয়নের সকাল বাজার ব্রীজ থেকে কয়েক বছরেও হয় নি সংস্কার।। সরাইল প্রাত: বাজার স্বল্প নোয়াগাঁও, আড়িফাইল টি-ঘর ও পানিশ্বর সড়কটি দীর্ঘ কয়েক বছর ধরে সংস্কারের অভাবে রাস্তাটি সম্পূর্ণ বিধ্বস্ত হয়ে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে।
ব্রীজের দুই পাশের রিলিং রয়েছে ভাঙা। সরেজমিন দেখা যায়, উপজেলা প্রাণকেন্দ্র প্রাত: বাজার পশ্চিম ব্রীজ থেকে শুরু করে স্বল্প নোয়াগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় পযর্ন্ত একেবারেই বিধ্বস্ত অবস্থায় পড়ে আছে। এই রাস্তা দিয়ে পানিশ্বর ইউনিয়নের টিঘর, সদর ইউনিয়নের আড়িফাইল, স্বল্পো নোয়াগাঁ মালিগাঁও সহ১০-১২টি গ্রামের ছোট-বড়,
শিশু-কিশোর, শিক্ষক, ছাত্র-ছাত্রী, কৃষকসহ সাধারণ মানুষকে চলাচল করতে হয়। এই পথ দিয়ে উপজেলা পরিষদ, উপজেলা স্বাস্থ্য কেন্দ্র, সরাইল সরকারি কলেজ, সরাইল অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়, সরাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়, স্বল্পনোয়াগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ উপজেলা বিভিন্ন হাট বাজারে যেতে হয়। অথচ জন গুরুত্বপূর্ণ রাস্তাটি এক যুগেও তেমন কোনো সংস্কার করা হয় নাই। স্থানীয় অনেকে জানান, তারা বিভিন্ন দপ্তরে
রাস্তা সংস্কারের জন্য যোগাযোগ করেছেন।জনগুরুত্বপূর্ণ রাস্তাটি দীর্ঘ বছর পর্যন্ত কোনো সংস্কার না করায় অধিক ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। এই রাস্তা থেকে এখন আর কোনো রিক্সা অথবা কোনো গাড়ি স্বাভাবিকভাবে চলাচল করতে পারে না। হঠাৎ করে কেউ অসুস্থ হলে চিকিৎসার জন্য অনেক কষ্ট করে যেতে হয় হাসপাতালে। সদর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল জব্বার বলেন, রাস্তাটি অত্যাধিক ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। দ্রুত সময়ের মধ্যেই সংস্কার করার দরকার।তিনি জানান, রাস্তাটি ইঞ্জিনিয়ার অফিস থেকে কয়েকবারই মেপে নিয়ে গেছেন।
কেন বা কোন কারণে এখনো হচ্ছে না। অফিস কর্তৃপক্ষ জানতে পারবে। তবে রাস্তাটি দ্রুত সংস্কার হওয়া প্রয়োজন। সরাইল উপজেলা এল,জি,ই,ডি প্রকৌশলী মো.আনিছুল হোসেন ভূঁইয়া বলেন,সরাইল প্রাত: বাজার হতে স্বল্প নোয়াগাঁও,আড়িফাইল টি-ঘর ও পানিশ্বর রাস্তাটি প্রকল্প দেয়া হয়েছে। অনুমোদন হলে টেন্ডার প্রক্রিয়ার মাধ্যমে দ্রুত সময়ের মধ্যে বাস্তবায়ন করা হবে।