প্রকাশ: ১৩ জানুয়ারি ২০২৪, ১:৪১
সিরাজগঞ্জের সলংগায় কৃষকের লক্ষাধিক টাকা মূল্যের ষাড় গরু চুরি করে নিয়ে গেছে সংঘবদ্ধ চোর চক্র। চুরি করতে নতুন কৌসল অবলম্বন করেছে চোরের দল।
জানা গেছে, জেলার সলংগা থানার আমশড়া গ্রামের দক্ষিণ পাড়া আফিল উদ্দিনের বাড়ীতে শুক্রবার (১২ জানুয়ারী) রাত আনুমানিক ১ টায় চুরির এ ঘটনা ঘটে।
গরু চুরির আগে চোরেরা গরুর মালিকের বাড়ি সহ আসে পাশের সব বাড়ির ঘরের দরজা বাইরে থেকে শিকল আটকে দেয়।
খোঁজ নিয়ে জানা গেছে, সলংগা তাড়াশ রায়গঞ্জ উল্লাপাড়া সহ জেলার প্রায় সব এলাকায় গরু চুরির হিড়িক পড়েছে। কোন কোন এলাকার জনগন রাত জেগে পাহারা দিচ্ছে।
এ বিষয়ে প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করছে ভুক্তভোগীরা।