প্রকাশ: ১৬ ডিসেম্বর ২০২৩, ১:৪১
মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার হাসাইলে পদ্মার শাখা নদীতে বাল্কহেডের ধাক্কায় যাত্রীবাহী একটি ট্রলার ডুবে গেছে।
এই ঘটনায় ৩ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
বিস্তারিত আসছে...
পটুয়াখালীর কলাপাড়ায় আন্ধার মানিক নদী মোহনায় অবস্থিত খাজুরা বালু মহাল থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে পাঁচ ব্যক্তিকে মোট পাঁচ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। জরিমানার টাকা অনাদায়ে প্রত্যেককে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। বুধবার বিকেলে কলাপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইয়াসিন সাদেকের নেতৃত্বে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর
কুমিল্লার দেবীদ্বারে নানা আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। গৌরব, ঐতিহ্য ও সংগ্রামের এই দিনটি উপলক্ষে বুধবার দুপুরে বর্ণাঢ্য কর্মসূচি বাস্তবায়ন করে সংগঠনটি। দেবীদ্বার উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দলের যৌথ আয়োজনে এই অনুষ্ঠানের সূচনা হয় একটি প্রাণবন্ত শোভাযাত্রার মধ্য দিয়ে। প্রতিষ্ঠাবার্ষিকীর মূল কর্মসূচির মধ্যে অন্তর্ভুক্ত ছিল বৃক্ষরোপণ, হাসপাতাল পরিচ্ছন্নতা অভিযান এবং জনসাধারণের সুবিধার্থে ডাস্টবিন স্থাপনের মতো
রাজবাড়ী সদর হাসপাতালে টানা পাঁচ ঘন্টার তৃতীয় দুদক অভিযানে রোগীদের খাদ্য তালিকায় ধারাবাহিক অনিয়ম, চিকিৎসকদের অনুপস্থিতি, ওষুধের ঘাটতি এবং পরিবেশগত অস্বাস্থ্যকরতার মতো গুরুতর ত্রুটিগুলো আবারও প্রকাশ পেয়েছে। ফরিদপুর সমন্বিত জেলা কার্যালয়ের একটি এনফোর্সমেন্ট টিম বুধবার সকাল দশটা থেকে দুপুর তিনটা পর্যন্ত এই অভিযান পরিচালনা করে। দুদক সহকারী পরিচালক মোস্তাফিজের নেতৃত্বে পরিচালিত অভিযানে প্রাথমিকভাবে রোগীদের জন্য বরাদ্দকৃত খাবারে ব্যাপক অনিয়মের সত্যতা মেলে।
রাজবাড়ীর গোয়ালন্দে ৪টি প্রতিষ্ঠান থেকে প্রায় ২০০ কেজি নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগ জব্দ করা হয়েছে। এ ঘটনায় মোট ৭ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। বুধবার বিকালে গোয়ালন্দ বাজারে উপজেলা প্রশাসন ও রাজবাড়ী পরিবেশ অধিদপ্তরের যৌথ অভিযানে এই পদক্ষেপ নেওয়া হয়। অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. নাহিদুর রহমান। অভিযানে রাজবাড়ী পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক মো. ইমরান হোসেন
পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে এফবি মায়ের দোয়া নামের একটি মাছধরা ট্রলার ডুবে যায়। রবিবার ভোররাতে বঙ্গোপসাগরের প্রায় ৯০ কিলোমিটার গভীরে উত্তাল ঢেউয়ের কারণে এই দুর্ঘটনা ঘটে। ট্রলারে থাকা ২০ জেলেসহ মাছধরা দল বিপদে পড়ে। বুধবার দুপুরে বঙ্গোপসাগরের পাইপ বয়া সংলগ্ন এলাকা থেকে উদ্ধারকর্মীরা ট্রলারের ১৩ জেলেকে ভাসমান অবস্থায় উদ্ধার করতে সক্ষম হন। এছাড়াও, নামবিহীন একটি ট্রলার একজন জেলেকে উদ্ধার করে। এদিকে,