প্রকাশ: ৪ ডিসেম্বর ২০২৩, ২:৩৮
জামালপুর-৫ সদর আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আবুল কালাম আজাদের বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি ভঙ্গের অভিযোগ এনে ব্যবস্থা নিতে রিটার্নিং অফিসার ও নির্বাচনী অনুসন্ধ্যান কমিটির কাছে লিখিত অভিযোগ করেছেন স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগ নেতা রেজাউল করিম রেজনু। স্বতন্ত্র প্রার্থী রেজাউল করিম রেজনু এফবিসিসিআই এর পরিচালক, জামালপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি ও জেলা আওয়ামী লীগের সদস্য।
স্বতন্ত্র প্রার্থী রেজনুর পক্ষে লিখিত অভিযোগটি রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক বরাবর দাখিল করেছেন তার সমন্বয়কারী ইকরামুল হক নবীন।
লিখিত অভিযোগে উল্লেখ করা হয়েছে, প্রার্থী আবুল কালাম আজাদ জনপ্রতিনিধিদেরকে নিয়ে নির্বাচনী প্রচারনা শুরু করেছেন। ইতিমধ্যে আবুল কালাম আজাদ সদরের বিভিন্ন স্থানে বিশাল গাড়ী বহর নিয়ে উপস্থিথ হন এবং গরু জবাই করে ভুঁড়ি ভোজের আয়োজন করে আচরনবিধি লঙ্ঘন করেছেন। সোমবার বিকালেও আবুল কালাম আজাদ বিশাল গাড়ীর বহর নিয়ে তুলশীর চর ইউনিয়নের টিকরাকান্দি মাঠে উপস্থিত হন এবং গরু জবাই করে ভুঁড়ি ভোজের আয়োজন করেন বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।
অভিযোগে আরো উল্লেখ করা হয়েছে, আওয়ামী লীগ নেতারা বর্ধিত সভার নাম করে আবুল কালাম আজাদের নির্বাচনী প্রচারনা চালাচ্ছেন। নির্বাচনের পরিবেশ সুষ্ঠু ও সুন্দর করতে তিনি প্রধান নির্বাচন কমিশনারের হস্তক্ষেপ কামনা করেন স্বতন্ত্র প্রার্থী রেজাউল করিম রেজনু।
নির্বাচনী আচরণবিধি ভঙ্গের অভিযোগের বিষয়ে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আবুল কালাম আজাদ সাংবাদিকদের বলেন, নির্বাচনী আচরণবিধি ভঙ্গের কোন কিছু হচ্ছে না।
অভিযোগ তদন্ত করে পরবর্তী পদক্ষেপ নেয়ার কথা বলেন রিটার্নিং অফিসার ও জামালপুরের জেলা প্রশাসক মোঃ শফিউর রহমান।