প্রকাশ: ২৯ নভেম্বর ২০২৩, ০:৫৮
মাদারীপুরে “টেকসই উন্নয়ন অভীষ্ট অর্জন এবং নৈতিক শিক্ষার প্রসারে মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের ভূমিকা” শীর্ষক জেলা কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৯ নভেম্বর) জেলা প্রশাসন এবং হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যয়ক্রম (মশিগশি) প্রকল্পের আয়োজনে এ কর্মশালার আয়োজন করা হয়।
জেলা সম্মিলিত সরকারি অফিস ভবনের হলেরুমে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকারের উপপরিচালক মো: নজরুল ইসলাম ।
প্রধান অতিথির বক্তব্যে নজরুল ইসলাম বলেন, প্রতিটি শিশুকে আধুনিক স্মার্ট শিক্ষার পাশাপাশি ধর্মীয় ও নীতি-নৈতিকতামূলক শিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে হবে। যার ফলে তাদের মাঝে আদর্শ, নৈতিকতা, সহনশীলতা ও মানবিক মূল্যবোধের উদয় হবে।এ ছাড়া জীবনমান উন্নয়ন ও সচেতনতা সৃষ্টিতেও ধর্মীয় শিক্ষা কার্যকর ভূমিকা রাখে।
মাদারীপুর জেলা মন্দির ভিত্তিক শিশু ও গনশিক্ষার সহকারী পরিচালক মহিতউদ্দীন মোল্লার সঞ্চালনায় সভাপতিত্বে করেন ট্রাস্ট মাদারীপুর অঞ্চলের অধ্যাপক ড. অসিম সরকার। অনুষ্ঠিত কর্মশালায় অতিরিক্ত পুলিশ সুপার শেখ মুহাম্মদ মুরসালীন ,জেলা কৃষি সম্প্রসারণ উপপরিচালক ড. সন্তোষ চন্দ্র চন্দ,ভোক্তা অধিদপ্তরের পরিচালক জান্নাতুল ফেরদাউস, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি প্রাণোতোষ মন্ডল , মাদারীপুর প্রেস ক্লাবের সভাপতি শাহজাহান খান,সাধারণ সম্পাদক মনির হোসেন বিলাস সহ সংশ্লিস্টরা।
এ সময় শিক্ষক, অভিভাবক, পূজা উদযাপন পরিষদ ও মনিটরিং কমিটির সদস্যগণসহ সংশ্লিস্টরা উপস্থিত ছিলেন। জেলায় ৯৩টি মন্দিরে শিশু ও গণ শিক্ষা কার্যক্রম চালু আছে। যেখানে পাঠ্য বইয়ের পাশাপাশি শিশুদেরকে দেয়া হচ্ছে ধর্মীয় শিক্ষা।