প্রকাশ: ৫ নভেম্বর ২০২৩, ০:৫২
বরিশালের গৌরনদী উপজেলার মাহিলাড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাবেক সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন খলিফাকে কুপিয়ে গুরুতর আহত করার অভিযোগ পাওয়া গেছে। গুরুতর অবস্থায়ে তাকে বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহতের ভাই মিজান খলিফা অভিযোগ করে বলেন, রোববার সকালে মাহিলাড়া বাজার থেকে বাড়িতে ফিরছিলেন জাকির। পথিমধ্যে স্থানীয় যুবলীগের নেতাকর্মীরা জাকিরকে কুপিয়ে ও পিটিয়ে রক্তাক্ত জখম করে। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।
তবে এ বিষয়ে কোন বক্তব্য পাওয়া যায়নি স্থানীয় যুবলীগ নেতাদের, আর আওয়ামীলীগ নেতারা বলছেন সম্পূর্ণ মিথ্যাচার করা হচ্ছে।
গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফজাল হোসেন জানান, এবিষয়ে এখন পর্যন্ত কোন লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।