প্রকাশ: ৩ নভেম্বর ২০২৩, ১:২৩
মেহেরপুরের গাংনীতে পৃথক দুটি সড়ক দূর্ঘটনায় ২জনের মৃত্যু হয়েছে। শুক্রবার (৩ নভেম্বর) দুপুরে উপজেলার হিজলবাড়িয়া এলাকায় দ্রুতগতির মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কায় সাঈদ (১৫) নামের এক স্কুলছাত্রের মৃত্যু হয় এবং বিকেলে একই উপজেলার পশ্চিম মালশাদাহ এলাকায় তেলবাহী ট্রাকের ধাক্কায় অটোরিকশা উল্টে বুলু মন্ডল (৫০) নামের আরেক ব্যক্তির মৃত্যু হয়।
নিহত সাঈদ উপজেলার সাহারবাটি ইউনিয়নের হিজলবাড়িয়া গ্রামের শাহিন আলির ছেলে ও গাংনী সূর্যোদয় স্কুল এন্ড কলেজের অষ্টম শ্রেণীর ছাত্র এবং নিহত বুলু মন্ডল গাংনী পৌরসভার চৌগাছা গ্রামের বীর মুক্তিযোদ্ধা শহীদ হারেজ উদ্দিনের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সাঈদ দ্রুতগতিতে মোটরসাইকেল চালিয়ে হিজলবাড়ি যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা বাবলা গাছে সজরে ধাক্কা দেয় এবং বুলু মন্ডল পশ্চিম মালশাদাহ থেকে গাংনী যাওয়ার পথে পিছন দিক থেকে তেলবাহী ট্রাকে ধাক্কা দেওয়ায় অটোরিকশা উল্টে যায় পরে আহত দুজনকেই ভিন্ন ভিন্ন সময়ে স্থানীয়রা উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক সীমা বিশ্বাস জানান, একজন দুপুরে মারা যায় আরেকজন বিকেলে। দুজনেরই মাথা এবং শরীরে বেশ আঘাত লেগেছিল। হাসপাতালে আসার পূর্বেই তারা মারা যায়।
গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) তাজুল ইসলাম জানান, নিহতের খবর পেয়ে দুটি ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। পশ্চিম মালশাদাহতে একটি তেলবাহী ট্রাক আটকে রেখেছে স্থানীয়রা। আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।