প্রকাশ: ৩১ অক্টোবর ২০২৩, ০:৫২
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীর চরভূরুঙ্গামারী দ্বি-মূখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সদরুল আলম বাবুর বিরুদ্ধে সরকারি রাস্তার একটি কড়ই গাছ কেটে নেয়ার অভিযোগ উঠেছে। কাজল মিয়া নামের এক ব্যক্তি ওই প্রধান শিক্ষকের বিরুদ্ধে উপজেলা নির্বাহী অফিসারের নিকট লিখিত অভিযোগ করেছেন।
অভিযোগ সূত্রে জানাগেছে, চরভূরুঙ্গামারী দ্বি-মূখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও চরভূরুঙ্গামারী ইউনিয়ন আওয়ামী লীগ সহ-সভাপতি সদরুল আলম বাবু গত ২৭ অক্টোবর সরকারি রাস্তার একটি কড়ই গাছের গোড়ার দিকের ৫ থেকে ৬ ফুট রেখে উপরের দিকের বাকী অংশ কেটে বিক্রি করে দেন। যার আনুমানিক দাম প্রায় এক লাখ টাকা।
বেআইনি ভাবে কেটে নেয়া গাছ উদ্ধার করা ও গাছ কাটা ব্যক্তির বিরুদ্ধে আইনি ব্যবস্হা নেওয়ার দাবি জানিয়ে কাজল মিয়া নামের এক ব্যক্তি গত ৩০ অক্টোবর উপজেলা নির্বাহী অফিসারের নিকট অভিযোগ দায়ের করেন। সদরুল আলম বাবুর বিরুদ্ধে এর আগেও সরকারি রাস্তার গাছ কাটার মামলা হয়েছিল।
স্থানীয়রা জানান, উপজেলা নির্বাহী অফিসারের নিকট লিখিত অভিযোগ করার পরেও সরকারি রাস্তার গাছ কাটা ব্যক্তির বিরুদ্ধে এপর্যন্ত কোন পদক্ষেপ নেয়া হয়নি।
অভিযুক্ত সদরুল আলম বাবু বলেন, আমার জমিতে থাকা গাছ কেটেছি। গাছটি রাস্তার নয়। তাছাড়া সম্পুর্ণ গাছ কাটা হয়নি। গাছের মূল তো রয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার গোলাম ফেরদৌস বলেন, অভিযোগ পেয়ে গত মঙ্গলবার ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। কাটা গাছ সরকারী হেফাজতে নেয়া হয়েছে। গাছ কর্তনকারীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।