প্রকাশ: ৩০ অক্টোবর ২০২৩, ১:৪
বরিশালের গৌরনদী উপজেলার পশ্চিম ধানডোবা এলাকা থেকে তিন বিএনপি সমর্থককে গ্রেপ্তার করেছে গৌরনদী মডেল থানা পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলো- আগৈলঝাড়া উপজেলার বাশাইল এলাকার হাদিস ঘরামীর ছেলে পলাশ ঘরামী, উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক আফজাল সিকদারের ছেলে জহিরুল ইসলাম ও মৃত মুজাহারুল ইসলামের ছেলে সোহেল মোল্লা।
গৌরনদী মডেল থানার এসআই দেলোয়ার হোসেন জানান, গত দেড় মাস পূর্বে একটি মারামারির ঘটনায় দায়েরকৃত মামলার সন্ধিগ্ধ তিন আসামীকে রোববার রাতে পশ্চিম ধানডোবা থেকে গ্রেপ্তার করা হয়। সোমবার সকালে গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
তবে আগৈলঝাড়া উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক এসএম আফজাল হোসেন বলেন, রোববার রাত আটটার দিকে তার ছেলে সহ তিনজনকে বাশাইল বাজার থেকে গ্রেপ্তার করে গৌরনদী থানা পুলিশের সদস্যরা।