প্রকাশ: ২১ অক্টোবর ২০২৩, ০:৫৫
নিজ ইচ্ছে মত মুল্য নির্ধারণ এবং পর্যটকদের কাছ থেকে যেমন খুশি তেমন মুল্য রাখার দ্বায়ে কুয়াকাটায় ৩ ঝিনুক ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
অপরদিকে সৈকত অপরিচ্ছন্ন রাখার অভিযোগে ৪ ফেরীওয়ালেকে ৪ হাজার টাকাসহ মোট ২৪ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত।
শনিবার দুপুরে এ অভিযান পরিচালনা করেন কলাপাড়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাহাঙ্গীর হোসেন। এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।
এ সময় কুয়াকাটা টুরিস্ট পুলিশ জোনের সদস্যরা উপস্থিত ছিলেন।