প্রকাশ: ১৯ অক্টোবর ২০২৩, ০:১০
মাদারীপুরে ছাগল আটকে রাখায় এক নারীকে কুপিয়ে জখম করছে প্রতিপক্ষের লোকজন।
বুধবার (১৮অক্টোবর) সন্ধায় সদর উপজেলার কালিকাপুর ইউনিয়নের ছোট দুধখালি এলাকায় এ ঘটনা ঘটে।
আহত জয়তুন বেগম (৩৫) কালিকাপুর ইউনিয়নের ছোট দুধখালী এলাকার ছোরাব ফকিরের স্ত্রী ।
পুলিশ ও পারিবারিক সুত্রে যানা যায় জয়তুন বেগমের বাড়িতে বিভিন্ন প্রকার গাছের চারা রোপণ করা ছিল সেই গাছের চারা মাঝে মধ্যেই প্রতিবেশী লালন হাওলাদের পালিত ছাগল খেয়ে গাছ নষ্ট করে ফেলত। বুধবার বিকেলে একই ভাবে লালন হাওলাদারের ছাগল গাছের চারা নষ্ট করতে আসলে জয়তুন বেগম ছাগলটি বেধে রাখে। এই খবর লালন হাওলাদার শুনতে পেয়ে দৌড়ে গিয়ে জয়তুন বেগমের উপর এলোপাতাড়ি আঘাত করে এবং দেশীয় অস্ত্র দিয়ে মাথার উপর আঘাত করলে মাথা ফেটে যায়। পরিবারের লোকজন জয়তুন বেগম কে উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতাল ভর্তি করে।
জয়তুন বেগমের স্বামী ছোরাব ফকির বলেন আমার স্ত্রী কে লালন হাওলাদার ও তার লোকজন নিয়ে অমানুষিক ভাবে কুপিয়েছে আমি এর বিচার চাই।
মাদারীপুর সদর থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: মনোয়ার হোসেন চৌধুরী বলেন আমরা ঘটনা স্থালে পুলিশ পাঠিয়েছি অভিযোগ পেলে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।