প্রকাশ: ১৮ অক্টোবর ২০২৩, ২:৩২
পটুয়াখালীর কলাপাড়া উপজেলার মহিপুর থানা সদর ইউনিয়নে হাজবুনা (১৭) নামের এক কিশোরীর গলায় ফাঁস লাগানো লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার দিবাগত রাত তিনটার দিকে মহিপুর সদর ইউনিয়নের নিজ ঘরের আড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়। মৃত হাজবুনা ওই এলাকার নজরুল খানের ছোট মেয়ে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানাগেছে, রাতে হাজবুনা তার বড় বোন আফছার সঙ্গে দোতলায় ঘুমায়। রাত দুইটার দিকে হাজবুনাকে খুজে না পেয়ে নিচ তলায় গিয়ে একটি কক্ষে তার ঝুলন্ত লাশ দেখতে পেয়ে থানা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ গিয়ে তার লাশ উদ্ধার করে। প্রেম জনিত কারনে হাজবুনা আত্মহত্যা করতে পারে বলে পরিবারের ধারণা।
মহিপুর থানার ওসি ফেরদৌস আলম জানান, লাশ উদ্ধার করে আজ ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে প্রেরন করা হয়েছে। এ ঘটনায় একটি ইউডি মামলা হয়েছে।