প্রকাশ: ৮ অক্টোবর ২০২৩, ১:৪৮
ঠাকুরগাঁও শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। রবিবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত সভায় জেলা প্রশাসক মোঃ মাহবুবুর রহমানের সভাপতিত্বে বক্তব্য দেন, পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠক, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ মামুন ভুইয়া, ৫০ বিজিবির ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর এবিএম শাহরিয়ার সুমন, পৌর মেয়র আঞ্জুমান আরা বেগম বন্যা, এনএসআই’র জয়েন্ট ডিরেক্টর হেমায়েত হোসেন, জেলা আ’লীগের সাধারণ সম্পাদক দীপক কুমার রায়, সহ সভাপতি মাহবুবুর রহমান খোকন, ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম স্বপন, ঠাকুরগাঁও প্রেস কাব সভাপতি মনসুর আলী, পীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহরিয়ার নজির, পীরগঞ্জ পৌরসভার মেয়র মোঃ একরামুল হক, ঠাকুরগাঁও হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক প্রবীর কুমার গুপ্ত বুয়া, সদর উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি তপন কুমার ঘোষ প্রমুখ।
সভায় জেলার বিভিন্ন সরকারী-বেসরকারী দপ্তরের কর্মকর্তা ও বিভিন্ন থানার অফিসার ইনচার্জগণ উপস্থিত ছিলেন। সভায় আসন্ন শারদীয় দুর্গাপূজা যথাযোগ্য মর্যাদায় ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে বিভিন্ন গুরুত্বপুর্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।