প্রকাশ: ৭ অক্টোবর ২০২৩, ১:২৮
বরিশালে গত ২৭ সেপ্টেম্বর বিকাল ৫ টার দিকে বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ হয় মোঃসাকিব (১২) নামের এক কিশোর।
১০ দিন ধরে সন্তানকে খোঁজাখুঁজি করে না পেয়ে আহাজারি যেন থামছেনা মা মোসাঃ সিমু বেগমের। নিখোজ মোঃসাকিবের পিতার নাম মোয়াজ্জেম হোসেন। তার গ্রামের বাড়ি বরিশাল এয়ারপোর্ট থানাধীন মাধবপাশা ইউনিয়নের, ছাতিয়া গ্রামে। ২ ভাইয়ের মধ্যে সাকিব ছোট।
এঘটনায় ৩ অক্টোবর বরিশাল এয়ারপোর্ট থানায় সাধারন ডায়েরি হয়েছে। ডায়েরি নম্বর-১২২।
যদি কোন হৃদয়বান ব্যক্তি সাকিবের সন্ধান পেয়ে থাকেন তাহলে তার বড় ভাই মোঃরাকিব হোসেনের ০১৯৬৪০৫৮৫২৭ মোবাইল নাম্বারে যোগাযোগ করুন।